কুমিল্লায় সাড়ে নয় লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। শনিবার (১ জুন) দিনব্যাপী চলবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন।
কুমিল্লা স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে কুমিল্লার ১৭ উপজেলা ও সিটি করপোরেশনের ৪ হাজার ৯৩২টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৯ লাখ ৫৫ হাজার ৬৮১জন শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাপসুল খাওয়ানোর কাজে প্রশিক্ষণপ্রাপ্ত ৯ হাজার ৮৬৪ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।
বৃহস্পতিবার (৩০ মে) বেলা সাড়ে এগারোটা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালায় কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার এসব তথ্য জানান।
তিনি বলেন, ভিটামিন-এ ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই ক্যাপসুলে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মানুষের মাঝে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির অসৎ উদ্দেশ্যে একটি চক্র ভিটামিন-এ ক্যাপসুল নিয়ে দেশের স্বাস্থ্যখাতের সুনাম নষ্টের অপচেষ্টায় লিপ্ত থাকে। ভিটামিন এ ক্যাপসুল নিয়ে কোন ধরনের গুজব উঠলে তাতে কেউ কান দেবেন না। আর আমরা বিশ্বাস করি গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার কারণে ভিটামিন-এ ক্যাপসুল নিয়ে গুজব ছড়ানোর কোন সুযোগ নেই।
সিভিল সার্জন আরো জানান শনিবার ক্যাম্পেইন চলবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা। এছাড়া ২জুন থেকে ৪জুন পর্যন্ত স্বাস্থ্যকর্মীরা খুঁজে দেখবেন যেন কেউ বাদ পড়লে তাদেরকে ক্যাপসুল খাওয়ানো হয়৷
এছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশনের ১০৯টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মেয়র ডা. তাহসিন বাহার সূচনা।
Last Updated on May 30, 2024 7:15 pm by প্রতি সময়