শপথ নিয়েছেন কুমিল্লার দেবিদ্বার পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ। নির্বাচিত হওয়ার ২৪ দিন পর দেবিদ্বার পৌরসভার নবনির্বাচিত প্রথম মেয়র মো. সাইফুল ইসলাম শামীমসহ সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরগণ শপথ গ্রহণ করেন।
বৃহস্পতিবার (১০ আগষ্ট) বিকেল ৪ টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে তাদের শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান ও দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানাসহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তাগণ।
শপথ শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়া সাধারণ কাউন্সিলররা হলেন- আবদুল কাদের, আমির হোসেন, সৈয়দ নাঈমুল ইসলাম সুমন, আবুল হোসেন, মো. আবুল বাশার, আবদুল আলীম, মো. বাছির উদ্দিন মো. মুজিবুর রহমান, মাওলানা মো. আবু আবু সাঈদ। মহিলা কাউন্সিলররা হলেন- কামরুন্নাহার, শামীমা সুলতানা, এবং শারমীন আক্তার।
উল্লেখ্য, গত ১৭ জুলাই দেবিদ্বার পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ২৬ জুলাই নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের নামের গেজেট প্রকাশ করা হয়।
Last Updated on August 10, 2023 9:33 pm by প্রতি সময়