কুমিল্লায় দেড় হাজারেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। ফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিপাকে পড়তে হয় শিক্ষক-শিক্ষার্থীদের।
কুমিল্লায় প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এবং মাদ্রাসার সংখ্যা মিলে মোট শিক্ষা প্রতিষ্ঠান ৩২২৫টি। এর মধ্যে ১৫৪৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার।
জেলার প্রাথমিক ও মাধ্যমিক অফিসের তথ্য মতে, বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ২১০৭টি এর মধ্যে ১২৩৮টি বিদ্যালয়ে শহীদ মিনার নেই।
তথ্য মতে ৫৭৪টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে শহীদ মিনার নেই ৭২টি বিদ্যালয়ে। স্কুল এন্ড কলেজের সংখ্যা ৫০টি, এরমধ্যে শহীদ মিনার নেই ৩ টিতে, কলেজের সংখ্যা ১১৭ টি, শহীদ মিনার নেই ১৪ টি কলেজে এবং বিভিন্ন উপজেলায় ৩৭৭টি মাদ্রাসার মধ্যে শহীদ মিনার নেই ২৫৯ টিতে।
এ বিষয়ে কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শফিউল আলম বলেন, সকল বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করা হলে কোমলমতি শিক্ষার্থীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা শহীদ দিবসটি তাৎপর্য বুঝতে পারতো। আমরা আশাবাদী সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মান হবে।
কুমিল্লা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম বলেন, ‘সত্যি কথা বলতে কী আসলে বিদ্যালয়গুলোতে শহীদ মিনার না হওয়ার মূল কারণ উদ্যোগের অভাব। আমরা প্রধান শিক্ষকদের উৎসাহিত করছি। আশা করছি যেসব বিদ্যালয়ে শহীদ মিনার নেই, সেখানে প্রধান শিক্ষক এবং কমিটির লোকজন মিলে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ গ্রহণ করবেন।
Last Updated on February 17, 2024 8:00 pm by প্রতি সময়