কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেছেন, শিক্ষার্থীর ভাল ফলাফল ও তাদের সঠিক মানুষ তৈরিতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক তৈরির এখনই সময়। এজন্য শিক্ষার্থীদের প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে ও নিয়মিত ক্লাসে উপস্থিত নিশ্চিত করতে হবে। ছাত্র-ছাত্রীদেরকে দেশ, মাতৃভুমি, মাতৃভাষাও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। সর্বোপরি আজকের শিক্ষার্থীদের দেশপ্রেমী সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
শনিবার (১৭ জুন) কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের অভিভাবক সমাবেশ ও কৃর্তি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ইকরামুল হাসান ইথারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কুষি ব্যাংকের সিনিয়র অফিসার জয়নাল আবেদীন রনি। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন নুর, বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মো. রাসেল মিয়া, জান্নাতুল ফেরদৌস মিলি,অভিভাবক আয়েশা সিদ্দিকা সুমা।
অভিভাবক সমাবেশ শেষে কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুল থেকে ৫ম শ্রেনির সরকারি বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী মারুফ আহম্মেদ, সিদরাতু মুনতাহা মরিয়ম, লামিয়া হাসান আরিকাকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় স্কুলের সকল শিক্ষক, অভিভাক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Last Updated on June 17, 2023 11:29 pm by প্রতি সময়