শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা মুরাদনগরে পলিথিন ব্যাগের বিপণন ও ব্যবহার বন্ধে সচেতনতামূলক প্রচারণা কুবির উত্তরবঙ্গ ছাত্র পরিষদের নেতৃত্বে নাঈম-নয়ন শুক্র ও শনিবার শিক্ষার্থীদের পরিবহন সেবা দিবে কুবি প্রশাসন দাউদকান্দিতে বিদেশী পিস্তলসহ এক যুবক গ্রেফতার র‍্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা লুটের ঘটনায় ৯ ডাকাত দাউদকান্দিতে গ্রেফতার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের সিট বন্টনসহ নীতিমালা প্রকাশ  কুমিল্লার দেবিদ্বারে বাস-ট্রাক-লরির ত্রিমুখি সংঘর্ষে অন্তত ৩০জন আহত আমিরাতে মুনিরীয়া যুব তবলীগ কমিটির এশায়াত সম্মেলন অনুষ্ঠিত #বিশ্বজোড়া তরিক্বতের কালজয়ী পথিকৃৎ খলিফায়ে রাসুল হযরত গাউছুল আজম (রাঃ) -মাননীয় মোর্শেদে আজম (মা.জি.আ.) যৌথ বাহিনীর অভিযানে সাবেক কাউন্সিলর বিল্লাল গ্রেফতার লাকসামে স্বামীর সঙ্গে ঝগড়া, অতঃপর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কুমিল্লা টাউনহলের মাঠজুড়ে বিপ্লবী শিক্ষার্থীদের গ্রাফিতি # শিক্ষার্থীদের শিল্পকর্ম নতুন বাংলাদেশের সংগ্রামী ইতিহাসের স্বাক্ষী প্রাইভেটকারের ডিকিতে ৮০ কেজি গাঁজা, হাইওয়ে পুলিশের হাতে একজন আটক ব্রাহ্মণপাড়ায় গার্মেন্টস ব্যবসায়ী খুন কুমিল্লা নগরীতে নিষিদ্ধ পলিথিনের খুঁজে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর মুরাদনগরে ছাত্র-জনতার আন্দোলনে নিহত স্কুল ছাত্রের পরিবারকে ঘর নির্মাণ করে দিচ্ছেন সাবেক এমপি কায়কোবাদ জামায়াতকে শেষ করতে গিয়ে ষড়যন্ত্রকারীরা নিজেরা শেষ হয়ে গেছে : সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ‘আমার মা জোহরা তাজউদ্দীন আওয়ামী লীগের হাল ধরেছিল, পরে দলটি একটি পরিবারের হাতে বন্দি হয়ে গেল’ দৈনিক আজকের জীবন পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

শিক্ষাক্ষেত্রেও মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের আরও গভীর সম্পর্ক গড়ে উঠুক : মালদ্বীপের শিক্ষা প্রতিমন্ত্রী

সাদিক মামুন
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৯৫ দেখা হয়েছে
বৃহস্পতিবার কুমিল্লা শিক্ষা বোর্ডে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন মালদ্বীপের শিক্ষা প্রতিমন্ত্রী ড. আব্দুল্লাহ রশিদ আহমেদ।

বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা ব্যবস্থা এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের কার্যক্রমের ভূয়সি প্রশংসা করলেন মালদ্বীপের শিক্ষা প্রতিমন্ত্রী ড. আব্দুল্লাহ রশিদ আহমেদ। তিনি মালদ্বীপের শিক্ষা-সংস্কৃতির প্রসঙ্গ তুলে ধরে এদেশের নৃ-তাত্ত্বিক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে মালদ্বীপের মিল রয়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, মালদ্বীপ বাংলাদেশের বন্ধুরাষ্ট্র। মালদ্বীপের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের এক লাখেরও বেশি মানুষ সেখানে কর্মরত থেকে ভূমিকা রাখছেন।  মালদ্বীপে বাংলাদেশের প্রবাসীরা বেশ ভালো আছেন এবং মালদ্বীপের ভাষা শিখে মালয়বাসীদের সঙ্গে অবস্থান করছেন। এছাড়াও ৫০জনেরও বেশি চিকিৎসক মালদ্বীপে সুনামের সঙ্গে স্বাস্থ্য সেবা প্রদান করছেন। মালদ্বীপের উন্নয়নে বাংলাদেশের ভূমিকা অনন্য। বাণিজ্যক্ষেত্রে মালদ্বীপ বাংলাদেশের ভালো সম্পর্ক বিরাজ করছে। আমরা চাই শিক্ষাক্ষেত্রেও মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের আরও গভীর সম্পর্ক গড়ে উঠুক।

 

বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা ১১টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের ও বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য মতবিনিময় কালে এসব কথা বলেন মালদ্বীপের শিক্ষা প্রতিমন্ত্রী। এসময় তার সঙ্গে মালদ্বীপ শিক্ষামন্ত্রণালয়ের গুণগতমান নিশ্চিত বিভাগের ডিরেক্টর জেনারেল মরিয়ম নাসির উপস্থিত ছিলেন। কুমিল্লা শিক্ষাবোর্ড অডিটরিয়ামে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।  কুমিল্লা বোর্ডে এই প্রথম কোন বিদেশি মন্ত্রীর পরিদর্শন ও মতবিনিময় এটি।

 

এর আগে কুমিল্লা শিক্ষাবোর্ডে পৌঁছলে মালদ্বীপের শিক্ষা প্রতিমন্ত্রী ড. আব্দুল্লাহ রশিদ আহমেদ ও মরিয়ম নাসিরকে ফুলেল শুভেচ্ছা জানান বোর্ডের চেয়ারম্যান, সচিবসহ কর্মকর্তারা। এরপর বোর্ড ক্যাম্পাসে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা জানান তারা।  এরপর কুমিল্লা শিক্ষাবোর্ড পরিদর্শন করেন ড. আব্দুল্লাহ রশিদ আহমেদ ও মরিয়ম নাসির। পরে তারা বোর্ডের চেয়ারম্যান, সচিব ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং তিনটি সরকারি কলেজের অধ্যক্ষের সঙ্গে সৌজন্যমূলক মতবিনিময়ে মিলিত হন।

 

মতবিনিময় অনুষ্ঠানে কুমিল্লা শিক্ষাবোর্ডের অনলাইন সার্ভিসের আওতায় যেসকল ই-সেবা রয়েছে এবং বোর্ডের অধীনে প্রচলিত পরীক্ষা পদ্ধতিসহ বিভিন্ন বিষয় সম্পর্কে প্রজেক্টরে উপস্থাপনা তুলে ধরেন বোর্ডের কলেজ পরিদর্শক বিজন কুমার চক্রবর্তী। এরপর এসব বিষয় নিয়ে মালদ্বীপের শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, এখানকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন বিষয়ের ব্যবহারিক শিক্ষা প্রদান ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণের ধারণাটি অত্যন্ত চমৎকার। মালদ্বীপের শিক্ষা ব্যবস্থায় যা অনুপস্থিত। আমরা ব্যবহারিক শিক্ষা ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণের বিষয়ে কুমিল্লা শিক্ষাবোর্ডের পরামর্শ ও সহায়তা প্রত্যাশা করছি।

 

অনুষ্ঠানে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের শিক্ষাক্ষেত্রে দু’দেশের পারস্পরিক সহযোগিতার সম্পর্ক উন্নয়নের বিষয় তুলে ধরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে বোর্ডের প্রচলিত ব্যবহারিক শিক্ষা প্রদান ও ব্যবহারিক পরীক্ষার বিষয়ে মালদ্বীপের শিক্ষা প্রতিমন্ত্রীকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কুমিল্লা শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ ড. আবু জাফর খান, কুমিল্লা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ  হাসনাত আনোয়ার উদ্দিন আহমেদ, কুমিল্লা সরকারি কলেজ অধ্যক্ষ বাহাদুর হোসেন ও সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তারিকুল ইসলাম চৌধুরী।

Last Updated on July 20, 2023 8:56 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102