বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশনের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেছেন, শিক্ষার্থীদের মাঝে মা, মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি শ্রদ্ধা-ভালবাসা জাগিয়ে তুলতে হবে। আর এ জন্য তাদের জন্য ভাষা প্রতিযোগিতার আয়োজন করতে হবে। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শুদ্ধভাবে বাংলা ভাষা চর্চা করার অভ্যাস গড়ে উঠবে।
অধ্যক্ষ লিটন আরো বলেন, পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সকল বিষয়ে সমান গুরুত্ব দিয়ে পাঠ প্রস্তুতি নিতে হবে। ভাল ফলাফলের পাশাপাশি ভাল মানুষ হতে হবে।
বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশনের আয়োজনে বুধবার (১৪ ফেব্রুয়ারি) কুমিল্লার বুড়িচং উপজেলার মিথীলাপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও ভাষা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
মিথীলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিথীলাপুর উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক লিলু মিয়া, সহকারী প্রধান শিক্ষক বাছির মিয়া।
এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক হোসনে আরা জেসমিন, মো. মমিনুর রহমান, মোকবুল হোসেন, মো. আবদুল হক, মো. হারুনুর রশিদ, মো. আলী আকবর, মো. আবুল কালাম আজাদ, ফাহমিদা মুয়ীদ, ইফরাত জাহান।
অনুষ্ঠানে ভাষা প্রতিযোগীতায় পুরষ্কার প্রাপ্ত দশম শ্রেণির শিক্ষার্থী নাজনীন আক্তার মাসফিক ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী মোনতাছির ফাহিম তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Last Updated on February 14, 2024 7:39 pm by প্রতি সময়