স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো.তাজুল ইসলাম বলেছেন, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এটা বাংলাদেশের আভ্যন্তরীণ সমস্যা নয়, বৈশ্বিক সমস্যার কারণে সারা বিশ্বের দ্রব্যমূল্য বেড়েছে। তবে সারা বিশ্বের চেয়ে বাংলাদেশের দ্রব্যমূল্য অনেক বেশি নিয়ন্ত্রণে রয়েছে। আজকে হরতাল অবরোধ দিয়ে বিএনপি-জামায়াত দেশে অস্থিরতা ও অরাজকতা সৃষ্টি করতে চাইছে। আজকে দেশ উন্নয়নের পথে এগুচ্ছে, তাহলে কেন হরতাল অবরোধ? এসব করে তারা দেশের উন্নয়ন বন্ধ করতে চাইছে।
রোববার দুপুরে কুমিল্লা কোটবাড়িতে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এদিকে সকালে বিশ্ববিদ্যালয় প্রথম সমাবর্তনে সভাপতির বক্তব্যে এলজিআরডি মন্ত্রী মো.তাজুল ইসলাম বলেন, এই সময়ে শিক্ষার্থীদের জীবনে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সচেতন হতে হয়। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে শিক্ষার্থীদের সামনে উন্নত স্বপ্ন থাকতে হয়। সেই স্বপ্ন শুধুমাত্র ব্যক্তিগত লক্ষ্য অর্জন করার জন্য নয়, বরঞ্চ দেশ ও সমাজে ভূমিকা রাখার স্বপ্নও তাদেরকে দেখতে হবে।
অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন রিপাবলিক অব মালদ্বীপের শিক্ষা প্রতিমন্ত্রী ড. আবদুল্লা রাশিদ আহমেদ। সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, ভারতের ত্রিপুরা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল শ্রী সিদ্ধার্থ শংকর দে ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
স্বাগত বক্তব্য রাখেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন। ধন্যবাদ জানান বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী।
Last Updated on November 5, 2023 9:32 pm by প্রতি সময়