কুমিল্লার এক শিক্ষা কর্মকর্তার নামে ফেসবুকে ভূয়া আইডি খুলে ম্যাসেঞ্জারে পরিচিতজনদের কাছে নগদে,বিকাশে অর্থ দাবি করছে একটি প্রতারক চক্র।নানা প্রলোভন ও অজুহাত দেখিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও পরিচিতজনদের কাছে অর্থ দাবির প্রতারণার বিষয়টি টের পেয়ে কোতয়ালী মডেল থানায় সাধারন ডাইরী করেছেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো.মামুন মুন্সী।
সাধারন ডাইরীতে মামুন মুন্সী উল্লেখ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম তার ফেসবুক আইডি’র নাম Md Mamun Munsi। এ আইডি’র প্রোপাইল ফিকচারে নিজের ছবি ও আপলোড করা বিভিন্ন সময়ের ছবি রয়েছে এবং যা এখনো অ্যাকটিভ রয়েছে। কিন্তু গত ২৮ জানুয়ারি বিভিন্ন পরিচিতজনদের মাধ্যমে জানতে পারেন তার ছবি দিয়ে Munshe Mamun নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অজ্ঞাতনামা ব্যক্তিরা প্রতারনা করছেন। তারা পরিচিতজনদের কাছে ফেসবুক মেসেঞ্জারে মেসেজ পাঠিয়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে নগদ (মোবাইল নং ০১৮৬৯২৮৭৩৫৩) এ টাকা চাচ্ছেন। প্রতারনার ঘটনা জেনে তিনি গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) কুমিল্লা কোতয়ালী মডেল থানায় সাধারন ডাইরী করেন।
যার নং ১৫৫৮।
সহকারি শিক্ষা কর্মকর্তা মো.মামুন মুন্সী বলেন, প্রতারনা করে টাকা দাবির পাশাপাশি এই ভুয়া ফেসবুক আইডি থেকে যে কোন বাজে কমেন্ট, পোষ্ট ও ধর্মীয় উস্কানিমূলক পোষ্ট দিয়ে আমার ক্ষতিসাধন করতে পারে বলেও আশংকা করছি। এ বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি এবং পরিচিতজনদের এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করছি।
Last Updated on January 29, 2021 8:37 pm by প্রতি সময়