কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন বলেছেন, আমি সংসদ সদস্য হওয়ার আগে মুরাদনগর উপজেলায় স্কুল-কলেজের ভবন ও শিক্ষাব্যবস্থা ছিল অবহেলিত। তখনকার সময় যারা ক্ষমতাসীন ছিলেন তারা কখনোই পড়ালেখার প্রতি গুরুত্ব দেননি। ফলে শিক্ষার্থীরা অনেক পিছিয়ে ছিল। শিক্ষায় অবহেলিত সেই মুরাদনগরকে এগিয়ে নিয়ে যেতে গত ১০ বছরে ২৫০টি স্কুল, কলেজ, মাদ্রাসায় নতুন ভবন করে দেয়া হয়েছে। শিক্ষা ছাড়া কোন জাতি এগুতে পারে না। যাদের শিক্ষা নেই সামনের দিনগুলোতে তাদের জীবন ধারণ করা খুব কষ্টের হয়ে পড়বে। প্রত্যেক অভিভাবককে পড়ালেখার ব্যাপারে ছেলে ও মেয়েকে সমান অগ্রাধিকার দিয়ে এগিয়ে নিতে হবে। আমাদের জনসংখ্যার অর্ধেক মেয়ে। তাদেরকে ঘরে আবদ্ধ রেখে অথবা প্রাথমিক বা মাধ্যমিকের কিছুটা পর্যন্ত লেখাপড়া করিয়ে বাল্যবিয়ে দিয়ে দেশের উন্নয়ন সম্ভব না। আমাদের দেশের নারী সমাজ কোন অংশে পিছিয়ে নেই। ইসলামিক বিধি-বিধানের মধ্যে থেকেই তারা আজকে জজ, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, সৈনিকসহ গুরুত্বপূর্ণ পদ পদবী বহন করছেন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নবনির্মিত তিনতলা ভবনের উদ্বোধন এবং চারতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন ভূঞা জনি, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারি ইবনে জলিল, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী, বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রায়হানুল আলম চৌধুরী, মুরাদনগর উপজেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সরকার, জেলা পরিষদের সদস্য মমতাজ বেগম।
বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়পর প্রধান শিক্ষক এন.এম আখতারুজ্জামানের পরিচালনায় ও সহকারী শিক্ষক লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাহার খান, সাবেক চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সভাপতি আবুল কাশেম প্রমুখ।
Last Updated on September 16, 2023 8:22 pm by প্রতি সময়