জাতীয় প্রেসক্লাবের সামনে বিএফবিএসের মানববন্ধন। ছবি: ইন্টারনেট থেকে সংগৃহিত।।
বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির (বিএফবিএস) শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া এবং করোনায় শিক্ষার্থীদের বেতন মওকুফসহ দেশের শিক্ষা সংকট নিরসনে ১৪ দফা দাবি উত্থাপন করেছে।
সোমবার (২৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির আয়োজনে এক মানববন্ধনে এসব দাবী তুলে ধরা হয়।সংগঠনটির ১৪ দফা দাবির মধ্যে সকল প্রতিষ্ঠান এমপিওভুক্ত এবং জাতীয়করণ, বাদপড়া প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করাসহ বিভিন্ন দাবি রয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম শরিফুল ইসলাম, গবেষণা ও মিডিয়া উইংয়ের পরিচালক ড. সৈয়দ আল-আমিন রোমান এবং ভাইস চেয়ারম্যান সাইফুর রহমানসহ প্রমুখ।
মানববন্ধনে সংগঠনের নেতারা বলেন, করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা ঘরবন্দি থাকায় তারা নানারকম মানসিক হতাশায় ভুগছে। এ অবস্থায় শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া আবশ্যক। করোনার সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের বেতন মওকুফের দাবিও জানান বিএফবিএস নেতারা।
# দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 24, 2020 10:04 am by প্রতি সময়