শিশু রিহান হত্যা মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল দশটায় কুমিল্লা নগরীর শাকতলায় র্যাব-১১, সিপিসি-২ এর কার্যালয়ে আয়োজিত প্রেসব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেসব্রিফিংয়ে জানানো হয়, কুমিল্লা নগরীর জগন্নাথপুর এলাকা হতে তিন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- কুমিল্লা নগরীর সুজানগরের ইমরান এবং জগন্নাথপুর এলাকার মোস্তফা ও রুবেল।
র্যাব জানায়, গত ১০ সেপ্টেম্বর দুপুর ১২টার সময় স্কুলে যাওয়ার পথে জগন্নাথপুর এলাকা থেকে ১১ বছর বয়সী শিশু রিহান নিখোঁজ হয়। একই দিন রাতে নরসিংদী জেলার রায়পুরা খাইল্লারচর এলাকায় মেঘনা নদীতে মুমূর্ষ অবস্থায় শিশু রিহানকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে শিশু রিহানকে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে সে মৃত্যু বরণ করে। নিহত শিশুর বাবা মোঃ শাহজাহান বাদী হয়ে তিনজন আসামীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে নরসিংদী জেলার রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এর পর র্যাব-১১, সিপিসি-২, মামলাটির ছায়াতদন্ত শুরু করে। বৃহস্পতিবার রাতে হত্যা মামলার তিন আসামীকে গ্রেফতার করে র্যাব।
Last Updated on September 15, 2023 8:38 pm by প্রতি সময়