গরম কাপড়ের অভাবে দুর্ভোগে পড়া দুস্থ মানুষের মানুষের পাশে শীতের শুরু থেকে রয়েছে কুমিল্লার স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতা। চতুর্থধাপে এতিম শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র হিসেবে সুয়েটার ও কম্বল বিতরন করেছে সংগঠনটি। শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য এতিতম শিশুদের গায়ে জড়ালো শীতের কাপড় ‘সুয়েটার ও কম্বল’। এটি তাদের জন্য যেন শত আরাধনার ধন। এই শীতে দরিদ্র অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করে একের পর এক মানবিক মূল্যবোধের পরিস্ফুটন ঘটাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতা।
জাগ্রত মানবিকতা ও কুমিল্লার কিছু প্রবাসীদের সহযোগিতায় মঙ্গলবার (২০ জানুয়ারি) দিনভর কুমিল্লা নগরী ও নগরীর বাইরের বিভিন্ন এতিমখানায় সুয়েটার ও কম্বল বিতরণ করেন কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি ও জাগ্রত মানবিকতার উপদেস্টা সাইফুল আলম রনি।
জাগ্রত মানবিকতা সূত্রে জানা যায়, সংগঠনের পক্ষ থেকে এই শীতে বিভিন্ন মাদরাসা ও এতিম খানার শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করার কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে প্রায় ১৫শ’ শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিনভর বেশ কয়েকটি মাদরাসা ও এতিম খানায় চলে জাগ্রত মানবিকতার শীতবস্ত্র বিতরণ।
মঙ্গলবার কুমিল্লা সদর উপজেলার আড়াউওড়া এলাকায় মারকাযুস সুন্নাহ মাদরাসা ও এতিমখানা, আল ইদরাতুল ফারুকিয়া মাদরাসায় শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া একই দিনে নগরীর দক্ষিণ চর্থায় বিবেক মাদরাসা ও দারুল ইহসান মাদরাসাসহ আরো ১০/১২টি মাদরাসা ও এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। কেবল শীত বস্ত্রই নয়, মাদরাসার পাকা ফ্লোরের উপর বসে পড়ালেখায় যেন শিক্ষার্থীদের ঠান্ডা না লাগে, সে জন্য জাগ্রত মানবিকতার পক্ষ থেকে কার্পেটের ব্যবস্থাও করা হয়।
কুমিল্লা ক্রিকেট বোর্ডের সভাপতি ও জাগ্রত মানবিকতার উপদেষ্টা সাইফুল আলম রনি বলেন, এই শীতে দুই হাজার এতিম শিক্ষার্থীদের মাঝে সুয়েটার, কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এমন মহতি কাজে জাগ্রত মানবিকতার সাথে জড়িত হয়েছেন কুমিল্লার অনেক প্রবাসী ভাই। তাদের সহযোগিতা ও জাগ্রত মানবিকতার সমন্বয়ে ইতিমধ্যে দেড় হাজার এতিম শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আগামীকাল বা পরশু পর্যায়ক্রমে বাকি পাঁচশ’ শিক্ষার্থীর মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হবে। পাশাপাশি বিভিন্ন মাদরাসার জন্য কার্পেটের ব্যবস্থাও করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনার সার্বিক তত্ত্বাবধানে এই মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। জাগ্রত মানবিকতার এধরণের কার্যক্রম চলমান থাকবে ইনশাল্লাহ।
Last Updated on January 20, 2021 6:21 pm by প্রতি সময়