কাগজে কলমে পুরোদমে শীত আসতে আরও দিন পচিশ বাকি থাকলেও একটু একটু শীত অনুভত হচ্ছে নগর-গ্রাম-গঞ্জে। তীব্র শীতে যাতে অসহায় দুস্থ মানুষের কষ্ট না হয়, তাই পুরো ঠান্ডায় শীতার্ত মানুষের কষ্টের কালো রাত দূরে রাখতে কুমিল্লার বুড়িচং উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড ষোলনলের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও ঠান্ডায় ত্বকের যতেœর জন্য শীতের প্রসাধনী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার ইছাপুরা গ্রামে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। এসময় অস্বচ্ছল দুই নারীকে বিনামূল্যে দুটি সেলাই মেশিন এবং একজন অসস্থ ব্যক্তিকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ষোলনল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন। সভাপতিত্ব করেন আলহাজ আবদুল মালেক আখন্দ। উপস্থিত ছিলেন হাজী লুৎফুর রহমান মেম্বার, মোহাম্মদ আলী সরদার, হাজী আবদুল হাকিম,সমাজসেবক ফরহাদ আহমেদ, শিক্ষানুরাগী হাজী সালাউদ্দিন টিপু প্রমূখ।
শীতবস্ত্র বিতরণের সমন্বয়ক জাকারিয়া সুমন বলেন, ইউনাইটেড ষোলনলের উদ্যেগে তিন’শ অসহায় মানুষের মাঝে একটি করে কম্বল, দুই নারীকে দুটি সেলাই মেশিন, একজন অসুস্থ ব্যক্তিকে একটি হুইল চেয়ার এবং প্রায় ৫০জন মাদরাসা শিক্ষার্থীর মাঝে শীতের প্রসাধনী বিতরণ করা হয়।
ইউনাইটেড ষোলনলের প্রতিষ্ঠানা নাঈম জানান, আমাদের সংগঠনটি একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনের সদস্যরা নিজেদের টাকায় সাধারণ মানুষের পাশে থাকে। এছাড়াও অনেক প্রবাসী রয়েছেন, যারা এই সংগঠনের মাধ্যমে আর্তমানবতার সেবায় অংশগ্রহণ করেন। সবার অংশগ্রহনে প্রতি বছরের মত এবারও শীতের শুরুতে শীতবস্ত্র ও আনুসঙ্গিক সামগ্রী বিতরন করা হয়েছে। ইউনাইটেড ষোলনলের এধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন ভিডিও নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on November 20, 2020 6:56 pm by প্রতি সময়