কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে শুক্রবার ও শনিবার বিশেষ ধরনের পরিবহন সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৮ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বলা হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ নভেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কুমিল্লা শহরের উদ্দেশ্যে একটি বাস নির্দিষ্ট সময়ে যাতায়াত করবে।বাসটি বিকাল ৩ টায় ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে এবং রাত ৮টায় ক্যাম্পাসে ফিরে আসবে। এসময় বাসটি কোটবাড়ি, টমছম ব্রিজ, কান্দিরপাড়, পুলিশ লাইন এবং কুমিল্লা ঈদগাহ সড়কগুলোতে প্রদক্ষিণ করবে।
শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা গেছে।
Last Updated on November 6, 2024 6:35 pm by প্রতি সময়