-কুমিল্লায় হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন" />
কুমিল্লায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টা ও দিক নির্দেশনায় এবারে হজের সার্বিক কার্যক্রমে সুষ্ঠু ব্যবস্থাপনা দৃশ্যমান। এছাড়াও ধর্ম মন্ত্রণালয়ের সঠিক নজরদারিতে এবারে বাংলাদেশের হাজীদের সকল সুযোগ সুবিধার বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে।
রোববার জেলা শিল্পকলা একাডেমিতে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন,কুমিল্লা জেলা কার্যালয় এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এবছর সরকারি ও বেসরকারী পর্যায়ে হজ গমনে নিবন্ধিতদের প্রায় ৩ হাজার ২১৮ জন পর্যায়ক্রমে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করবেন।
ইসলামিক ফাউন্ডেশন,কুমিল্লা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসেন। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হজ এসোসিয়েশন অব বাংলাদেশ-হাব সভাপতি মো. শাহাদাত হোসাইন তসলিম ও রাজাপুরা দরবার শরীফের পীর ছাহেব শাহ মোহাম্মদ নাদিমুর রশীদ। এছাড়াও বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার, প্রশিক্ষক মো. নোমান আলমগীর।
কর্মশালায় রাজাপুরা দরবার শরীফের পীর ছাহেব শাহ মোহাম্মদ নাদিমুর রশীদ হজ পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বলেন, শুদ্ধভাবে হজ পালনের জন্য সম্মানিত হাজীদের সবধরণের প্রস্তুতি ও খুঁটিনাটি বিষয় জানা থাকতে হবে। তাই হজে যাওয়ার আগে শরিয়তের নিয়ম অনুসারে নির্দিষ্ট বিষয়গুলো হাজীদের জানা থাকলে কোন সমস্যায় পড়তে হয়না। এজন্য হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার আগে হাজীদের জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই।
Last Updated on May 7, 2023 6:09 pm by প্রতি সময়