কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে ২০২২-২০২৩ অর্থবছরে শুদ্ধাচার পুরষ্কার পেয়েছেন উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম, সহকারী সচিব দেব দুলাল দত্ত ও অফিস সহায়ক মো. আইয়ুব আলী।
শুদ্ধাচর পুরস্কার পাওয়ার স্বীকৃতি স্বরূপ তিনজনকে তাঁদের এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, ক্রেস্ট ও সনদ দেওয়া হবে।
সোমবার ওই পুরষ্কার ঘোষণা করা হয়। কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো জামাল নাছের বিষয়টি নিশ্চিত করেন।
কুমিল্লা বোর্ড সূত্রে জানা গেছে, মোহাম্মদ শহিদুল ইসলাম কুমিল্লা শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক পদে যোগদানের পরই অনলাইনে প্রধান পরীক্ষক, পরীক্ষক নিয়োগ, শিক্ষকদের সবধরণের সম্মানী অনলাইন ব্যাংক হিসেবে প্রদান, পরীক্ষা শাখার বিভিন্ন সেবা ডিজিটালাইজেশন ও সেবা গ্রহীতাদের ভোগান্তি কমাতে নানামুখী উদ্যোগে অগ্রণী ভূমিকা রাখেন।
মোহাম্মদ শহিদুল ইসলাম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ২৬তম ব্যাচের কর্মকর্তা। ২০০৬ সালের ২ এপ্রিল নারায়নগঞ্জ সরকারি তোলারাম কলেজে যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। পরবর্তিতে তিনি নোয়াখালী জেলার বসুরহাট সরকারি মুজিব কলেজ, চৌমুহনী এস এ কলেজ, কুমিল্লা সরকারি কলেজ ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে কর্মরত ছিলেন। এছাড়া তিনি বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কেন্দ্রিয় কমিটির নির্বাহী সদস্য পদে দুই দফা বিপুল ভোটে নির্বাচিত হন।
এদিকে শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তরা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রতিষ্ঠানের তিনজন শুদ্ধাচার পুরস্কার অর্জন করার বিষয়ে অভিমত ব্যক্ত করে কুমিল্লার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের বলেন, সেবাগ্রহীতার আত্মতুষ্টিই সেবাপ্রদানকারীর মূল লক্ষ্য হতে হবে। আর এই ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে আমাদের সহকর্মীরা। আমি মনে করি পুরস্কারপ্রাপ্তি জীবনের একটি বড় অর্জন। এতে পুরস্কার অর্জনকারীর কর্তব্যের প্রতি আরো দায়বদ্ধতা বেড়ে যায়।
Last Updated on June 26, 2023 9:50 pm by প্রতি সময়