শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো.মহিনুল হাসান।কুমিল্লা জেলার ১৭টি উপজেলা পর্যায়ের কার্যালয় সমূহের প্রধানদের মধ্য থেকে ইউএনও মো. মহিনুল হাসান এ সম্মাননা পেয়েছেন।
রবিবার (১৬ জুলাই) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের সভাকক্ষে ২০২২-২৩ সালের শুদ্ধাচার পুরস্কার হিসেবে তার হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও মূল বেতনের সমপরিমাণ অর্থের চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো.মহিনুল হাসান বলেন, উপজেলা পর্যায়ে সকলকে নিয়ে কাজ করার ফলেই এই পুরস্কার অর্জিত হয়েছে।সবসময় নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করছি মাত্র। কাজের স্বীকৃতি আনন্দের। এই প্রাপ্তি ভবিষ্যতে আমাকে কাজের প্রতি আরও বেশি দায়বদ্ধ এবং দায়িত্বশীল করে তুলবে। সামনের দিনগুলোতে নিজের সর্বোচ্চ মেধা, শ্রম ও যোগ্যতা দিয়ে দেশ এবং মানুষের সেবা করতে নিজেকে আরও বেশি উৎসর্গ করতে চাই।
প্রসঙ্গত, ২০১৪ সালে ৩৩ তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হন মো.মহিনুল হাসান । গত ২০২২ সালের মে মাসে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) হিসেবে দাউদকান্দিতে যোগদান করেন তিনি।
Last Updated on July 16, 2023 7:30 pm by প্রতি সময়