[জন্মদিনে শেখ কামাল ক্রীড়াপল্লীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন]" />
কুমিল্লা-৬ আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনের আধুনিকায়নে অগ্রণী ভূমিকা রেখেছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল। তাঁর চিন্তা চেতনা অত্যন্ত দূরদর্শী ছিলো। ক্রীড়াঙ্গনকে কিভাবে আধুনিক করা যায় তিনি সব সময় সে চিন্তা করতেন। তরুণ প্রজন্মের কাছে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের আদর্শ হতে পারে আইকন। শেখ কামালের আদর্শ তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
কুমিল্লায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবাষর্কী উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বৃহস্পতিবার ৫ আগস্ট সকালে গোমতী নদীর তীরে শুভপুর এলাকায় শেখ কামাল ক্রীড়াপল্লীতে আয়োজিত ওই অনুষ্ঠানে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।বৃক্ষরোপণ শেষে শিক্ষার্থীদের মাঝে বনজ ও ফলেন চারা বিতরন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ বিপিএম।
এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা জেলা ফরেস্ট অফিসার নুরুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী আব্দুর রহিম, সদর সার্কেল সোহান সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমা আশরাফি, সদর উপজেলা ইউএনও জাকিয়া আফরিন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, ৫ নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 5, 2021 8:01 pm by প্রতি সময়