বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১০:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বুড়িচংয়ে ১৬শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে ১৫ কি. মি. যানজট -স্নান উৎসবে যাওয়ার পথে যানজটে আটকা পড়া একটি গ্রুপের দুপুরের রান্না মহাসড়কের পাশে সমাজের সুবিধাবঞ্চিতরা পেল কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউটের খাদ্য সামগ্রী ‘সুখবর’ শব্দদূষণে অতিষ্ঠ ব্রাহ্মণপাড়াবাসী কুমিল্লা বিসিকে আজাদ ফুডকে দেড় লাখ টাকা জরিমানা কুমিল্লার দুই প্রাইভেট হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা সৌদিতে বাস দুর্ঘটনা : ১২ দিনের কোম্পানির ছুটি পেয়ে লাশ হয়ে বাড়ি ফিরবে মুরাদনগরের মামুন মিয়া এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ  সৌদিতে ওমরাহ যাত্রী বহনকারী বাস দুর্ঘটনায় নিহতদের দুইজনের বাড়ি কুমিল্লায় যাত্রিক নাট্যগোষ্ঠীর আয়োজনে নবীন-প্রবীন নাট্যকর্মী ও বিশিষ্টজনদের মিলনমেলা কুমিল্লার নিমসার বাজারের ইজারা পেলেন  জামাল হোসেন  বুড়িচংয়ে মসজিদের ইমামের আলোচনাকে কেন্দ্র করে সংঘর্ষ দেবিদ্বারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলার সুষ্ঠু তদন্তের দাবি শিক্ষক সমিতির মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করতে হবে : এমপি আবুল হাশেম খান কুমিল্লায় দুই সৎ ভাইকে হত্যার দায়ে একজনের ফাঁসি কুমিল্লায় শিক্ষানবিশ আইনজীবীদের সঙ্গে প্রতারণার অভিযোগে শ্যালক-দুলাভাই আটক কুমিল্লা সদরের আমড়াতলীতে সিএনজি অটোরিকশায় মিলেছে ৯৮৫ বোতল ফেন্সিডিল বুড়িচংয়ে চাঁদা বন্ধ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কুমিল্লার নাঙ্গলকোটের কাকৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন বুড়িচং নিমসার বাজারে সিএনজির জিবির টাকা আদায় নিয়ে দুই ভাইয়ের একজনকে পিটিয়ে হত্যা অপরজনকে আহত

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বিশ্ব অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠবে বাংলাদেশ : কালিরবাজারে মতবিনিময় সভায় এমপি বাহার

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৫৩ দেখা হয়েছে

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, যে মানুষটি কারাগারের অন্তরালে তাঁর জীবনের ১৪টি বছর পাড় করেছেন, সেই বঙ্গবন্ধুকে জাতির কুলাঙ্গার সন্তানরা হত্যা করেছে। বিদেশে থাকার কারণে বেঁচে যাওয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেও একুশ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে হত্যা করতে চেয়েছিল। কিন্তু নেত্রী শেখ হাসিনার উপর আল্লাহর রহমত ছিলো বলেই তিনি এই বর্বরোচিত হামলা থেকে বেঁচে গেছেন। তাই আজ একজন যোগ্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্ব সগৌরবে মাথা তুলে দাঁড়াতে পেরেছে। জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শীতার কারণে বাংলাদেশ করোনা সংকট কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে। এ অগ্রযাত্রা, অর্থনৈতিক অবস্থান এবং বাংলাদেশের মানুষের জীবন যাত্রার মান সমগ্র পৃথিবীতে সমাদৃত হচ্ছে। বর্তমানে সারা বিশ্বে যে অর্থনৈতিক সংকট চলছে শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ কাটিয়ে উঠবে ইনশাল্লাহ। যতক্ষণ শেখ হাসিনার হাতে দেশ থাকবে -পথ হারাবে না বাংলাদেশ। শেখ হাসিনা টিকে থাকলে বাংলাদেশ দিন দিন সমৃদ্ধ হবে। তাই আসুন আল্লাহর দরবারে নেত্রীর দীর্ঘ জীবনের জন্য দোয়া করি আগামী নির্বাচনে তাঁর হাতে আবারও দেশের শাসনভার তুলে দিতে হবে। তাই শেখ হাসিনাকে বিজয়ী করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।

বৃহস্পতিবার দুপুরে আদর্শ সদর উপজেলার ১নং কালিরবাজার ইউনিয়নে ধনুয়াখলা ঈদগা মাঠে আয়োজিত তৃণমূল জনগনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাজী বাহার এমপি এসব কথা বলেন।

হাজী বাহার আরও বলেন, শেখ হাসিনার সরকারের পরিকল্পিত উন্নয়নে এক সময়ের অবহেলিত কালিরবাজার আজ উপ-শহরে পরিনত হয়েছে। ১৯৯১ সালে নির্বাচন করতে এসে কাঁচা রাস্তায় কাঁদা দিয়ে গাড়ী নিয়ে প্রচারণা চালাতে পারিনি। মটর সাইকেলে চলতে হয়েছে। ২০০৮ সালে এমপি নির্বাচিত হওয়ার পর প্রথম সেশনেই কালিরবাজার ইউনিয়নে ৩০ কি.মি রাস্তা পাকা করেছি। আকবর হোসেন তিনবার মন্ত্রী হয়েও এক কি.মি. রাস্তা পাকা করতে পারেননি। আজ কালিরবাজারের কোথায়ও কাঁচা রাস্তা খুঁজে পাওয়া যাবে না। কালিরবাজারে আজ বড় সমস্যা মাদক আর অশিক্ষা। মাদকের সাথে কোন আপোষ নেই। মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে। আপনার সন্তানকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

মতবিনিময় সভার আগে এমপি বাহার প্রায় ৩ কোটি টাকা ব্যায়ে কাবিলা-কালিরবাজার সড়কের প্রশস্থকরণ কাজের উদ্বোধন, প্রায় পৌনে ২ কোটি টাকা ব্যায়ে কমলাপুর-কৃঞ্চপুর ভায়া বেলতলী সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন ও ৬১ লাখ টাকা ব্যায়ে কৃঞ্চপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষের নির্মাণ কাজের উদ্বোধন ও ফলক উন্মোচন করেন।

কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো.আমিনুল ইসলাম টুটুলের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাশার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট হোসনেয়ারা বেগম বকুল, কালিরবাজার ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম সিআইপি, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. সেকান্দর আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আহাম্মেদ নিয়াজ পাবেল, কাজী খোরশেদ আলম, কৃষি ও সমবায় সম্পাদক আলমগীর হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোরশেদ শাহীন শাকিল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, মহানগর যুব মহিলা লীগের সভাপতি তাহমিনা আক্তার,সাধারন সম্পাদক উম্মে কুলসুম লিজা, কালিরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী মো. ইউনুছ সহ দলীয় নেতা-কর্মীরা।

Last Updated on August 25, 2022 9:29 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102