মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ০৯:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ : আন্দোলনরত প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টার আশ্বাস কটূক্তিকারিদের কথা-বার্তায় সতর্ক হওয়ার আহ্বান জানালেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধীতাকারী তিন শিক্ষকের অপসারণের দাবিতে উত্তাল কুমিল্লা মডার্ণ হাইস্কুল হৃদরোগ প্রতিরোধে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়নের আহ্বান কুমিল্লার হার্ট কেয়ার ফাউন্ডেশনের সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি সোনার খোঁজ মিলছে না রাজনীতিবিদরা ভুল করলে সাংবাদিকরাই প্রথমে কলম ধরে : বিএনপি নেতা হাজী ইয়াছিন নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় : সাবেক এমপি আবদুল্লাহ মোঃ তাহের হৃদরোগ প্রতিরোধে চাই সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা সাবেক মেয়র সূচনা জানালেন তিনি কুমিল্লাতেই আছেন মহানগর আওয়ামী লীগ নেতা ঠাকুরপাড়ার টিপু সুলতান গ্রেফতার মহানবীকে নিয়ে কটূক্তিকারির গ্রেফতার ও বিচার দাবি মুরাদনগরের মুসল্লীদের খৈয়াছড়া ঝর্ণা উপভোগ করতে গিয়ে প্রাণ গেল চান্দিনার পাপ্পুর চৌদ্দগ্রামে পাঁচ শতাধিক হার্টের রোগী ও বন্যাপরবর্তী বিভিন্ন রোগে আক্রান্তরা পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবাসহ ওষুধ চান্দিনায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত সপ্তাহে একদিন এসে হাজিরা খাতায় স্বাক্ষর করেন মাদরাসা শিক্ষক পুকুরে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে কিশোরের মৃত্যু অপপ্রচারের প্রতিবাদে নাঙ্গলকোটে মৌকরা মাদ্রাসা শিক্ষার্থীদের মানববন্ধন মুরাদনগরে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত চান্দিনায় বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা জাতিয়করণের দাবিতে মানববন্ধন শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

প্রতিসময় অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২৫ দেখা হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে তদন্ত সংস্থার প্রধান কো-অর্ডিনেটর বরাবর অ্যাডভোকেট গাজী এম এইচ তামিম এই আবেদন দায়ের করেন।

কোটা সংস্কার আন্দোলনে নিহত সাভারের নবম শ্রেণির শিক্ষার্থী আরিফ আহমেদ সিয়ামের বাবা মো. বুলবুল কবীর এ-সংক্রান্ত বিষয়ে আবেদন করেন।

বুলবুল কবিরের পক্ষে আবেদনকারী সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম এইচ তামিম সাংবাদিকদের জানান, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন দায়ের করেন। আবেদনে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঘটনার তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া এ সময়ে আহত হয়ে পরবর্তীতে বিভিন্ন তারিখে নিহতরা এর আওতায় থাকবে। ঘটনার স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে সমগ্র বাংলাদেশকে।

অপরাধের ধরনের বলা হয়েছে, এক থেকে নয় নম্বর আসামির নির্দেশে ও পরিকল্পনায় অন্যান্য আসামিরা দেশীয় এবং আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলিবর্ষণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করে তাদের সমূলে বা আংশিক নির্মূল করার উদ্দেশ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অপরাধ।

মামলায় যাদের আসামি করা হয়েছে :
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং তৎকালীন সরকারের কতিপয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, কতিপয় অসাধু পুলিশ কর্মকর্তা ও সদস্য, র‌্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ ও কতিপয় অসাধু র‌্যাব কর্মকর্তা ও সদস্যসহ অজ্ঞাতনামা অস্ত্রধারী আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী, সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনসমূহ।

Last Updated on August 14, 2024 8:42 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102