কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, ৭১ এর পরাজিত গোষ্ঠী ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলেই বাংলাদেশকে দাবায়ে রাখা যাবে। সেই পরাজিত শক্তিরা ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার পরও বাংলাদেশকে দাবায়ে রাখতে পারেনি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা প্রমাণ করেছেন বঙ্গবন্ধুর বাংলাদেশকে দাবায়ে রাখা যায় না। তাই ১৯ বার শেখ হাসিনাকে হত্যা চেষ্টা করা হয়েছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে সাহসী মানুষটি হচ্ছেন শেখ হাসিনা। তিনি সকল অন্ধকার ঠেলে জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা যারা তাঁর ফলোয়ার (কর্মী) আমাদের চাওয়া একটাই শেখ হাসিনা যেন শতবর্ষী হন। একজন বঙ্গবন্ধুর জন্মের কারণে একটি জাতির জন্ম হয়েছে। একজন শেখ হাসিনা একশ বছর বেঁচে থাকলে বাংলাদেশ চিরকাল বেঁচে থাকবে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) কুমিল্লা মহানগর আওয়ামী লীগ আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী বাহার এমপি এসব কথা বলেন।
আলোচনা ও দোয়া অনুষ্ঠান শেষে প্রধামন্ত্রীর ৭৭ তম জন্মদিনে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে ৭৭ পাউন্ড কেক কাটেন এমপি বাহার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত। আরও বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, উপদেষ্টা অধ্যক্ষ মো.রুহুল আমিন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাসার, মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, সদর উপজেলা চেয়ারম্যান এডভেকেট মো.আমিনুল ইসলাম টুটুল, মহানগর কৃষকলীগের আহবায়ক খোরশেদ আলম, মহানগর শ্রমিক লীগের আহবায়ক আনিছুর রহমান ভূঁইয়া, মহানগর যুব মহিলা লীগের সভাপতি তাহমিনা আক্তার, মহানগর ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ সোহেল। এসময় মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
Last Updated on September 29, 2023 7:14 pm by প্রতি সময়