কুমিল্লা আইডিয়াল কলেজে দুইদিন ব্যাপী শিক্ষকদের ইন হাউজ প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।
কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন।
প্রশিক্ষক হিসেবে ছিলেন উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট কুমিল্লার সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল কাদির।
শনিবার সমাপনী দিনে অতিথি ছিলেন কলেজ সভাপতি শাহ্ মো. আলমগীর খান, মাধবপুর আলহাজ মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম।
অনুষ্ঠানে বক্তারা বলেন অর্পিত দায়িত্ব নিপুনভাবে সম্পাদন করতে হলে প্রশিক্ষনের বিকল্প নেই। শিক্ষকরা যে প্রতিষ্ঠানে চাকরি করছেন সে প্রতিষ্ঠানকে মনে প্রাণে ভালোবাসতে হবে, সুশিক্ষায় পারেন শুধু সুশিক্ষার্থী তৈরি করতে। শিক্ষকদের মনে রাখতে হবে, শিক্ষকদের পেশা হলো মহৎ পেশা কারণ শ্রেণি কক্ষেই জাতি নির্মাণ হয়।প্রশিক্ষণে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠে উদ্বুদ্ধকরণ, শিক্ষকতা পেশায় পেশাদারিত্ব মনোভাব, টিচিং লার্নিং মেথড, শ্রেণি কক্ষ ব্যবস্থাপনা বিষয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে আলোচনা করেন।
কুমিল্লা আইডিয়াল কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ ইমরান হোসাইনে পরিচালায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার, প্রভাষক মো. নাজমুল হোসাইন খান, মাধবপুর আলহাজ মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজের প্রভাষক মো. আবু ছালেহ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার, প্রভাষক মো: হাসান ভূইয়া, মোহাম্মদ মনির হোসেন, জাবেদ হোসেন, নাইমা আক্তার, নিশাত মাহমুদ, মিথুন মজুমদার, সুনীল চন্দ্র দাস, শারমিন আক্তার, অনন্যা ব্যানার্জি, মাধবপুর আলহাজ মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজের প্রভাষক মোছা: হ্যাপি পারভীন, প্রভাষক পাপিয়া আক্তার, প্রভাষক মো. কামরুল হাসান জিহাদ, প্রভাষক মো. রুহুল আমিন।
Last Updated on July 22, 2023 6:37 pm by প্রতি সময়