[এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহারের বিশেষ উদ্যোগ]" /> শোকের দিনে ৫৮ হাজার দুস্থকে খাবার দিবে কুমিল্লা মহানগর ও সদর উপজেলা আ’লীগ – প্রতিসময়
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৩:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ এমপি রাজি মোহাম্মদ ফখরুলকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশ কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ২০ জন আহত দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কুমিল্লার রামগঞ্জ অঞ্চল ভবিষ্যত গঠনে সর্বোত্তম সময় ছাত্রজীবন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল মুরাদনগরের কোম্পানীগঞ্জে দেশীয় মুখরোচক খাবার নিয়ে আল সৌদিয়া রেস্তোরাঁর যাত্রা শুরু বরুড়ায় সাবেক শিক্ষার্থীদের সংগঠন বৃত্তি দিল অধ্যয়নরত শিক্ষার্থীদের কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় আওয়ামী লীগ নেতার ওপর হামলা মৃত্যুর আগে ‘বীর নিবাস’ ঘরে বসত হলো না মুক্তিযোদ্ধা মোবারক উল্লাহর মহাসড়কে আতঙ্কের আরেক নাম লাইসেন্সবিহীন কিশোর চালক # যাত্রীদের গন্তব্যে পৌঁছার প্রতিটি মুহূর্ত দুর্ঘটনা ঝুঁকিতে কুমিল্লায় ডিসির স্বাক্ষর জাল করে ভুয়া দলিলে সরকারি ভূমি দখলের অভিযোগ # তদন্তে অভিযোগ প্রমানিত হলেও মামলা কিংবা অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি কুমিল্লার ১১টি আসনে মনোনয়ন জমা দিলেন যারা কুমিল্লার ১১টি আসনে ১২১ জন প্রতিটি মানুষকে মনে রাখতে হবে সুস্থ হার্ট সুস্থ জীবন : ডা. তৃপ্তীশ কোটবাড়ি এলাকায় তিশা পরিবহনের তিন বাসে আগুন উৎসবমুখর পরিবেশে এমপি বাহারের মনোনয়নপত্র দাখিল ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যানের পদ থেকে আবু জাহেরের পদত্যাগ # স্বতন্ত্র প্রার্থী হবেন কুমিল্লা-৫ আসনে কুমিল্লার মুরাদনগরে সড়ক ও জেলা পরিষদের জায়গা দখল করে অবৈধ স্থাপনা # ভাড়া ও বরাদ্দের নামে লাখ লাখ টাকা চাঁদাবাজি

শোকের দিনে ৫৮ হাজার দুস্থকে খাবার দিবে কুমিল্লা মহানগর ও সদর উপজেলা আ’লীগ [এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহারের বিশেষ উদ্যোগ]

এম এইচ মনির, বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ১৪৭ দেখা হয়েছে

কুমিল্লায় জাতীয় শোক দিবসে ৫৮ হাজার দুস্থকে খাবার দিবে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও এ কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির দিকনিদের্শনায় এ কর্মসূচি পালন করা হবে। নগরীর ২৭টি ওয়ার্ডে ও সদর উপজেলার ৫৪ ওয়ার্ডে ১৫ আগস্ট (রবিবার) বাদ জোহর একযোগে এ অসহায় দুস্থদের মাঝেখাবার বিতরণ করা হবে। প্রত্যেক ওয়ার্ডে কমপক্ষে ৩০০ দুস্থ  রান্না করা খাবার পবেন। খাবার মেন্যুতে রয়েছে পোলাও, মুরগীর রোস্ট ও ডিম।

এছাড়া মসজিদ মন্দির ও সকল ধর্মীয় উপসনালয়ে শোক দিবস উপলক্ষে জাতির পিতাসহ ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, গত ২ আগস্ট বিকেলে কুমিল্লা টাউন হল অডিটোরিয়ামে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় জাতীয় শোক দিবসের কর্মসূচি চুড়ান্ত করা হয়। দলীয় সিদ্ধান্তের আলোকে এ কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির সভাপতিত্বে সভায় বিগত সভার কার্য বিবরনী পাঠ করেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।

সভায় সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এমপি ও সাবেক ডেপুটি স্পিকার কুমিল্লা-৭ আসনের সাংসদ আলী আশ্রাফসহ বিভিন্ন নেতা কর্মিদের মৃত্যুতে শোক প্রস্তাব করেন মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর।

এছাড়া ওই সভায় বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি সবাইকে  করোনা মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে গণটিকা(ভ্যাকসিন) কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতা-কর্মীদের কাজ করার নির্দেশ দেন।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

Last Updated on August 14, 2021 8:19 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102