কুমিল্লায় কিশোরীকে গলাকেটে হত্যার ৬দিনের ব্যবধানে মা ও ছেলেসহ তিনজনকে শ্বাসরোধ ও মাথায় আঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের বড় ঘাগুটিয়া গ্রামে নিজ ঘর থেকে তিন জনের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন: ওই গ্রামের শাহপরানের স্ত্রী মাহমুদা আক্তার (৩৫), তাদের ছেলে শাহাদ (৯) এবং শাহপরানের মামাতো ভাইয়ের মেয়ে তিশা (১৪)। মো. শাহপরান ঢাকায় চাকরি করেন বলে জানা গেছে। বুধবার রাতে শাহপরানের স্ত্রী-ছেলে ও ভাতিজি তিশা ঘুমিয়ে ছিল। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা গলায় ওড়না পেঁচিয়ে তাদের হত্যা করে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন। তিনি জানান তাদের শ্বাসরোধ ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। কে বা কারা তাদের হত্যা করেছে তা জানাতে পারেননি। এছাড়া স্থানীয়দের কেউই এ বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারছেন না। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
Last Updated on September 5, 2024 6:59 pm by প্রতি সময়