চ্যানেল আইয়ের ক্যামেরাপারসন রমজান আলী রুবেল মারধরের শিকার হয়েছেন। গাজীপুর জেলার শ্রীপুরে সংবাদ সংগ্রহের ভিডিও ধারণ করতে গেলে কাওরাইদ ইউনিয়নের কাশেমপুর বাজারের কলিমউদ্দিন মেম্বারের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে আহত ক্যামেরাপারসন অভিযোগ করেন।
জানা গেছে, সোমবার (১২ এপ্রিল) দুপুর ১২ টার দিকে সরকারি বনের জমি দখলের খবর পেয়ে ভিডিও করতে যায় ক্যামেরাপারসন রমজান আলী রুবেল। পরে কয়েকজন সন্ত্রাসী বাহিনী এসে ক্যামেরাপারসন রমজান আলী রুবেলকে মারধর করে।
ক্যামেরাপারসন রমজান আলী রুবেল জানান, কাওরাইদ ইউনিয়নের ইউপি সদস্য কলিমউদ্দিনের কাছে বক্তব্য নিতে গেলে তার নেতৃত্বে আমাকে মারধর করেছে কয়েকজন সন্ত্রাসী।
ক্যামেরাপারসনকে মারধরের ব্যাপারে কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আঃ আজিজ জানান,আমি শুনেছি মেম্বার কলিমউদ্দিন একজন সাংবাদিককে মারধর করেছে।
শ্রীপুর থানার এসআই নাজমুর রহমান জানান, চ্যানেল আইয়ের ক্যামেরাপারসনকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসি। সাংবাদিককে মারধরের বিষয়ে ইউ পি সদস্য কলিম উদ্দিন জানান, আমি তখন বাড়িতে ছিলাম। খবর শুনে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি সাংবাদিককে মারধর করা হয়েছে।
Last Updated on April 12, 2021 9:38 pm by প্রতি সময়