বাংলাদেশের সাংবাদিকতার বিকাশ ও উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখা মিডিয়া ব্যক্তিত্ব জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সভাপতি মুহম্মদ আলতাফ হোসেনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দেশের সংবাদপত্র জগতকে একটি শিল্প হিসেবে গড়ে তোলা এবং সংবাদপত্র ও সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে মুহম্মদ আলতাফ হোসেন নিরন্তর প্রয়াস চালিয়ে গেছেন। দেশের সংবাদপত্র শিল্পকে একটি সুষ্ঠু ভিত্তির উপর প্রতিষ্ঠিত করা এবং সর্বস্তরের সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিতের লক্ষ্যে মুহম্মদ আলতাফ হোসেন যে ২১ দফা দাবি প্রণয়ন করে গেছেন এটি বাস্তবায়নে জাতীয় সাংবাদিক সংস্থার সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে।
শুক্রবার (৮ নভেম্বর) বিকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মমিনুর রশিদ শাইন।
অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন সংস্থার মহাসচিব কামরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি খায়রুল ইসলাম, যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, কাজী মাহামুদুল হাসান, সহকারী মহাসচিব আতিকুর রহমান আজাদ এবং অর্থ সচিব আবেদ আলী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংস্থার কুমিল্লা জেলা কমিটির উপদেষ্টা দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন ও সিটিভি নিউজ সম্পাদক ওমর ফারুকী তাপস।
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক বাবর হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব জুয়েল রানা মজুমদারের সঞ্চালনায় আলোচনা সভায় মরহুম আলতাফ হোসেনের কর্মময় জীবনের বিভিন্ন দিকে তুলে ধরে বক্তারা বলেন, তিনি দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাকালীন সময় থেকে প্রায় দশ বছর সহকারী বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।এছাড়াও তিনি আরো বেশকটি জাতীয় দৈনিক, সংবাদ সংস্থা ও বাংলাদেশ বেতারেও কাজ করেছেন। ১৯৮২ সালে জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠা করে দেশের গ্রামীণ ও শহুরে সব ধরণের সাংবাদিকদের রুটি রুজি ও সামাজিক মর্যাদা নিশ্চিতে তিনি তার জীবদ্দশায় অগ্রগণ্য ভূমিকা পালন করে গেছেন।
আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা কমিটির সহ সভাপতি জয়দল হোসেন, সহ-সাধারন সম্পাদক রেজাউল করিম সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান, মো: শরীফ সুমন, অর্থ সম্পাদক, নারায়ণ কুন্ড, সহ-দপ্তর সম্পাদক মো: জামাল হোসেন, সহ-প্রচার সম্পাদক মো: দেলোয়ার হোসেন, বুড়িচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক আক্কাস আল মাহমুদ হ্দয়, কুমিল্লা মহানগর শাখার সভাপতি মইনুল হক, বরুড়া উপজেলা শাখার সভাপতি এম এ কুদ্দুছ, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, লালমাই উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন, সদস্য মাহবুবুল আলম রুমি প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
Last Updated on November 8, 2024 10:39 pm by প্রতি সময়