স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন বিদেশি প্রেসক্রিপশন অনুযায়ী নির্বাচন হবেনা। এদেশ আমাদের দেশ। বিদেশিরা আমাদের ভিক্ষুকের জাতি খেতাব দেওয়া ছাড়া আর কিছুই দেয়নি।
শনিবার সকালে কুমিল্লার লাকসামে পৌর ছাত্রলীগের সহ সভাপতি ইফতেখার আহমেদ অনিকের কোরআন খানি ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, লাকসামে ছাত্রলীগ নেতা অনিককে কুপিয়ে হত্যা করেছে ছাত্রদল নেতারা। এ ঘটনায় বিএনপির মির্জা ফখরুল ইসলাম দুঃখ প্রকাশ না করে বিএনপি নেতার বাড়ি ভাংচুর করার মিথ্যা ও বানোয়াট বিবৃতি দিয়েছে। যা অত্যান্ত দুঃখ জনক। আমরা এর নিন্দা জানাচ্ছি।
লাকসাম উপজেলা ও পৌরসভা ছাত্র লীগের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইউনুস ভূইয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মহব্বত আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানী, পৌর ছাত্রলীগের সভাপতি সাইফ খান স্বাধীনসহ অন্যরা।
উল্লেখ্য, গত ২১ জুন ছাত্রদলের হামলায় ইফতেখার অনিক আহত হয়। উপর্যুপরি ছুরিকাঘাতে অনিকের শরীরের বিভিন্ন অংশে ক্ষত-বিক্ষত হয়। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর বুধবার (২৮ জুন) সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।
Last Updated on July 1, 2023 9:39 pm by প্রতি সময়