কুমিল্লা জেলায় বর্তমান কর্মস্থলে এক বছরের বেশি সময় দায়িত্ব পালন করছেন, এমন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানায় ছয় মাসের বেশি দায়িত্ব পালন করছেন, এমন ওসিদের বদলি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সাক্ষরিত প্রজ্ঞাপনে কুমিল্লার ৭ উপজেলার ইউএনওকে বদলির আদেশ দেওয়া হয়।
বদলি হওয়া ইউএনওরা হলেন- নোয়াখালীর সোনাইমুড়ীর ইউএনও মো. ইসমাইলকে কুমিল্লার নাঙ্গলকোট এবং কুমিল্লা নাঙ্গলকোটের ইউএনও মো: রায়হান মেহেবুবকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়, কুমিল্লার দাউদকান্দির ইউএনও মহিনুল হাসানকে নোয়াখালীর বেগমগঞ্জ, কুমিল্লার মেঘনার ইউএনও রাবেয়া আক্তারকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়, খাগড়াছড়ির দীঘিনালার ইউএনও মোহাম্মদ আরাফাতুল আলমকে কুমিল্লার দাউদকান্দি উপজেলায়, বান্দরবানের আলীকদমের ইউএনও জাবের মো. সোয়াইবকে কুমিল্লার চান্দিনায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ইউএনও রোমেন শর্মাকে আদর্শ সদর কুমিল্লায়, আদর্শ সদর কুমিল্লার ইউএনও কানিজ ফাতেমাকে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়, কুমিল্লার চান্দিনার ইউএনও তাপস শীলকে চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলায়, চট্টগ্রামের রাউজানের ইউএনও আব্দুস সামাদ সিকদারকে কুমিল্লার মুরাদনগরে, চাঁদপুরের মতলব দক্ষিণের ইউএনও রেনু দাসকে কুমিল্লার মেঘনা উপজেলায়, কুমিল্লার মুরাদনগরের ইউএনও আলাউদ্দিন ভূঞা জনিকে চট্টগ্রামের পটিয়ায় বদলি করা হয়েছে।
একইদিন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে রদবদল করা হয় পুলিশে।
ওই প্রজ্ঞাপন অনুযায়ী বদলি হওয়া তালিকায় কুমিল্লা ১৭টি থানার মধ্যে সাতটি থানার ওসি রয়েছেন।
কুমিল্লায় রদবদল হওয়ার সাত থানার ওসিদের মধ্যে মনোহরগঞ্জ থানার ওসি শফিউল আলমকে বাঙ্গরাবাজার থানায়, চান্দিনা থানার ওসি শাহাব উদ্দিনকে লাকসাম থানায়, বাঙ্গরা বাজার থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরীকে বরুড়া থানায়, কোতয়ালী থানার ওসি আহাম্মদ সঞ্জুর মোর্শেদকে চান্দিনা থানায়, লালমাই থানার ওসি হানিফ সরকারকে মনোহরগঞ্জ থানায়, বরুড়া থানার ওসি ফিরোজ হোসেনকে কোতয়ালী মডেল থানায়, লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজকে লালমাই থানায় বদলি করা হয়েছে।
কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, অফিস আদেশ হাতে পেলে দ্রুত ভারপ্রাপ্ত কর্মকর্তাদের রিলিজ করা হবে বলে।
Last Updated on December 8, 2023 10:31 pm by প্রতি সময়