কুমিল্লার নাঙ্গলকোটের গ্রামীণ একটি সড়ক দীর্ঘদিনেও উন্নয়ন কাজে মাধ্যমে সংস্কার না করায় অভিনব প্রতিবাদ জানিয়েছে স্থানীয় যুব সমাজ। তারা কর্দমাক্ত ওই সড়কে ধানের চারা রোপন করে ওই প্রতিবাদ জানায়।
নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামের পশ্চিমপাড়া সড়কটি দীর্ঘ দিন ধরে সংস্কার না করায় সামান্য বৃষ্টিপাতে কর্দমাক্ত হয়ে যায়। এতে জনসাধারণকে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের চলাচল করতে অনেক কষ্ট হয়। বিশেষ করে শিশুদের স্কুল-মাদ্রাসায় পাঠাতে অভিভাবকগণ অনেক বিপাকে পড়েন।
তেতৈয়া গ্রামের মোহাম্মদ ফারুক বলেন, রাস্তাটি মেরামত না করায় তেতৈয়া গ্রামের পশ্চিম পাড়াবাসী দীর্ঘ একযুগ ধরে যাতায়াতে অনেক কষ্টভোগ করছে। অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য যাতায়াত এবং পারিবাবিক প্রয়োজনীয় মালামাল আনা নেয়া করতে আমাদের হিমশিত খেতে হয়। নারী এবং শিশুসহ বয়ষ্ক ব্যক্তিদের চলাচলে কষ্টের সীমা থাকেনা। সড়কটি বর্ষা মৌসুমে এমন অবস্থা হয় যেনো এটি ফসলি জমিতে রূপ নেয়। স্থানীয় যুবকরা এই কর্দমাক্ত সড়কে ধানের চারা রোপন করে অভিনব প্রতিবাদের মাধ্যমে দায়িত্বশীলদের প্রতি সড়কটি উন্নয়নের জন্য বার্তা দিয়েছে।
বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রশিদ ভূঁইয়া বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়কটি জরুরী ভিত্তিতে পাকা করণের উদ্যোগ গ্রহণ করেছে।
Last Updated on August 28, 2023 9:00 pm by প্রতি সময়