ছবি: বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজী বাহার এমপি। পাশে উপবিষ্ট বিশেষ অতিথি কুমিল্লা ডায়াবেটিক সমিতির সভাপতি মিসেস মেহেরুন্নেছা বাহার।
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার প্রধান উপদেষ্টা, কুমিল্লা -৬ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার বলেছেন, এটি একটি সেবামুলক প্রতিষ্ঠান। রোগীদের সঠিক সেবা দেওয়ার জায়গাটি এখানে নিশ্চিত হয়েছে কেবল সঠিক নেতৃত্বের কারণে জাতীয় অন্ধ কল্যাণ সমিতির কুমিল্লার এ প্রতিষ্ঠান পরিচালিত হওয়ায়।
করোনা পরিস্থিতির কারণে এই সেবামূলক প্রতিষ্ঠান প্রায় মাস দুয়েকের মতো কার্যক্রম বন্ধ রেখেছিল। এখন আবার চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়েছে। আমার অনুরোধ থাকবে, এ প্রতিষ্ঠানের সাথে যারা সংশ্লিষ্ট থেকে সেবা দিচ্ছেন তারা এবং রোগী ও তাদের স্বজনরা যাতে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে চলেন তাহলে সেবাদাতা ও গ্রহিতা সবাই ভাল থাকবেন। ইনশাল্লাহ আমরা নিজের উপর আত্মবিশ্বাস রাখবো, মানসিক শক্তি ধরে রাখবো এবং এভাবেই সকল বিপর্যয় কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাবো।
শনিবার (২২ আগস্ট) সকালে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার ২৮তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে হাজী বাহার এমপি এসব কথা বলেন।
বীরচন্দ্র নগর মিলনায়তনে (কুমিল্লা টাউনহল) অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার আজীবন সদস্য ও কুমিল্লা ডায়াবেটিক সমিতির সভাপতি মিসেস মেহেরুন্নেছা বাহার। সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আ.হ.ম. তাইফুর আলম। সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ডা. একেএম আবদুস সেলিম।
সভায় কার্যবিবরণী পাঠ করেন সহ-সাধারণ সম্পাদক পাপড়ী বসু, অর্থনৈতিক রিপোর্ট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মো: শাহজাদা গিয়াসউদ্দিন। শোক প্রস্তাব পাঠ করেন নির্বাহী সদস্য অ্যাডভোকেট ফাহমিদা জেবিন। এ সময় কার্যকরী পরিষদের সহ-সভাপতি প্রদীপ কুমার পাল, নির্বাহী সদস্য মির্জা মো: কোরেশী, শাহজাহান সিরাজ, তাহসিন বাহার সুচনা, জেড এম মিজানুর রহমান খানসহ সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।
# দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 22, 2020 1:14 pm by প্রতি সময়