কুমিল্লা বীর চন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনের (টাউন হল) প্রধান পৃষ্টপোষক কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, আজকে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। হাসপাতালগুলোতে করোনায় আক্রান্তদের সংখ্যা বাড়ছে। একই সাথে বাড়ছে মৃত্যু। এ অবস্থায় আমরা যদি এখনো সচেতন না হই, তাহলে আমাদের চরম মূল্য দিতে হবে। তাই সচেতন হোন, নিরাপদ থাকুন। আর করোনা পরিস্থিতি মোকাবিলায় যে লকডাউন চলছে, তা সবাই মেনে চলুন। লকডাউন বাস্তবায়নে প্রশাসনকে সহযোগিতা করুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। ঘরের প্রতিটি সদস্যের মাস্ক পরা ঘরে লোকজনেরই নিশ্চিত করতে হবে।
করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্নভাবে দেশের মানুষকে অর্থ ও খাদ্য দিয়ে সহযোগিতা করছেন।
শনিবার (৩১ জুলাই) বিকেল ৪ টায় অনুষ্ঠিত কুমিল্লা বীর চন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনের (টাউন হল) ১৩৩ তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যবিধি মেনে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সংক্ষিপ্ত সময়ে বার্ষিক সাধারণ সভা শেষ করা হয়। সভার শুরুতে বিগত বছরের কার্যবিবরনী পাঠ করেন সাধারন সম্পাদক মোঃ হেলাল উদ্দিন। উপস্থিত সদস্যবৃন্দ তা অনুমোদন করেন। বার্ষিক সাধারন সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম। সাধারণ সভার কার্যক্রম পরিচালনা করেন কুমিলা বীর চন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনের কাউন্সিলর মোঃ বশির আহাম্মেদ।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 31, 2021 8:53 pm by প্রতি সময়