কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়নে চলাচলকারী সংযুক্ত সড়কগুলো দীর্ঘ সময় ধরে ভোগান্তি দিলেও এনিয়ে যেন কারো মাথা ব্যাথা নেই। কেবল তাই নয়, এসব সড়ক সংস্কারেও কোন উদ্যোগ নেই। ভোটের সময় ঘনিয়ে এলে সড়ক মেরামত বা আরো উন্নত সড়ক উপহার দেওয়ার প্রতিশ্রুতির কথা শোনাতে শোনাতে মুখে ফেনা তুলেন প্রার্থীরা। কিন্তু নির্বাচিত হওয়ার পর সড়ক সংস্কার বা মেরামতের কথা ভুলে যান জনপ্রতিনিধিরা।সড়কের বেহাল দশাযর ভোগান্তিতে দিন মাস বছর পার করছেন ইউনিয়নবাসী।
বলছি কামাল্লা ইউনিয়নের নোয়াগাও থেকে কামাল্লা বাজার, মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের কামাল্লা মাদ্রাসা থেকে কামাল্লা বাজার ও মির্জাপুর-রাজনগর সড়কের কামাল্লা বাজার থেকে রাজনগর সড়কের কথা। এসব সড়কের একটি থেকে আরেকটির দূরত্ব দুই থেকে তিন কিলোমিটারের কাছাকাছি। ইউনিয়নে চলাচলকারী এই সংযুক্ত সড়কগুলো স্থানীয়দের ভাষ্যমতে দীর্ঘ সময় ধরে সংস্কার হয় না।
সড়ক দুর্ভোগের চিত্র তুলে ধরে অভিযোগের অন্ত নেই স্থানীয় বাসিন্দাদের। তাদের অভিযোগ, কামাল্লা ইউনিয়নের সঙ্গে সংযুক্ত সড়কগুলোর অবস্থা বড়ই করুন। খানাকন্দকে ভরপুর এসব সড়ক মেরামত কর্মসংস্কারের কোনো উদ্যোগ নেই। প্রতি বর্ষা মৌসুমে রিকশা, সিএনজি অটোরিকশা, মিশুক ও অন্যান্য ছোট মাঝারি যানবাহন এবং স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রায় ছোটখাটো দুর্ঘটনায় পড়তে হয় যানবাহনগুলোকে। মির্জাপুর-রাজনগর সড়কের খাঁন বাড়ীর সামনে অটো ও সিএনজি অটো রিকশা সড়কের গর্তে পরে পা ভেঙেছেন পাঁচ যাত্রী। তারা হলেন- কামাল্লা উত্তর পাড়া গ্রামের মিজান মিয়ার ছেলে জাহাঙ্গীর, একই গ্রামের মামুন চৌধুরীর ছেলে ইয়াসিন, রব মিয়ার ছেলে আবুল কালাম, আলী হোসেনের ছেলে বিল্লাল হোসেন ও সবুজ মিয়ার ছেলে সৌরভ।
মাটির তৈজসপত্র ব্যবসায়ী রামায়ন পাল জানান, উপজেলার একটি বড় বাজার হচ্ছে রামচন্দ্রপুর।
আমাদের সারা বছর মাটির তৈরি জিনিসপত্র নিয়ে ওই বাজারে যেতে হয়। দীর্ঘদিন রাস্তার সংস্কার না হওয়ায় দ্বিগুন ভাড়া গুনতে হয়। বাজারে যেতে গিয়ে গাড়ির ঝাঁকুনিতে অনেক সময় মাটির তৈরি মালামাল নষ্ট হয়ে য়ায়।
মুরাদনগর উপজেলা প্রকৌশলী রায়হানুল আলম চৌধুরী জানান,নবিভিন্ন সমস্যার কারণে সড়ক সংস্কারের কাজগুলো আটকে আছে। খুব দ্রুত নোয়াগাও বাজার থেকে কামাল্লা বাজার ও মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের কামাল্লা মাদ্রাসা থেকে কামাল্লা বাজার পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। তবে কামাল্লা বাজার থেকে রাজনগরের রাস্তা সংস্কারের বিষয়ে এখন পর্যন্ত কোন তথ্য হাতে আসেনি।
Last Updated on July 3, 2023 9:00 pm by প্রতি সময়