কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই যুবদল নেতার মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় লালবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর দক্ষিণ উপজেলা যুবদলের সদস্য সচিব লালবাগ গ্রামের বাসিন্দা মোঃ দেলোয়ার হোসেন এবং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গিলাতলী গ্রামের বাসিন্দা ইরফানুর রহমান মানিক।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহবায়ক আনোয়ারুল হক দুই যুবদল নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হাইওয়ে পুলিশ বলছে, মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছেন তারা।
স্থানীয় সূত্র জানায়, যুবদল নেতা দেলোয়ার হোসেন এবং ইরফানুর রহমান একটি মোটরসাইকেলে করে সুয়াগাজীর দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা ৬ টার দিকে লালবাগ এলাকায় তাদের মোটরসাইকেলটিকে যমুনা পরিবহনের একটি বাস চাপা দিলে দুজন মারাত্মক আহত হন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা এসে তাদের লাশ বাড়িতে নিয়ে যায়।
কুমিল্লার মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম লোকমান হোসেন জানান, হোটেল তাজমহলের সামনে বাসের চাপায় দেলোয়ার হোসেন নামে একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পেয়েছি।
Last Updated on October 30, 2023 9:48 pm by প্রতি সময়