কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মাঈনউদ্দিন মনির ও চালকের আসনে থাকা তার চাচাতো ভাই মাহবুব সড়ক দুর্ঘটনায় নিয়ত হয়েছেন।
কুমিল্লা থেকে প্রাইভেটকারযোগে বিয়ের অনুষ্ঠানে কক্সবাজার যাওয়ার পথে বুধবার ভোর ৫টায় সীতাকুণ্ডে পৌঁছলে একটি অজ্ঞাত ট্রাক প্রাইভেটকারকে চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় মাইনুদ্দিন মনিরের স্ত্রী মৌসুমী আক্তার এবং দুই শিশুপুত্র মাহাতাব ও মেজবাহ গুরুতর আহত হয়। তাদের আশংকাজনক অবস্থায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
নিহত মাঈনুদ্দিন মনির কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য। সে রামনগর পূর্বহুড়া গ্রামের মৃত:ফুল মিয়া মেম্বারের ছেলে।
বুধবার সন্ধ্যায় নিহত দুজনের জানাযা এলাকায় অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ মোঃ সেলিম রেজা সৌরভ, আব্দুস ছালাম বেগ, কুমিল্লা দক্ষিণ জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মহসিন সহ আ’লীগ ও অন্যান্য দলের নেতৃবৃন্দ।
Last Updated on July 27, 2023 11:57 pm by প্রতি সময়