শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৩:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আলিয়া মাদরাসার প্রিন্সিপাল আব্দুল মতিনের জানাজা শুক্রবার সকাল দশটায় কুমিল্লা আলিয়া মাদরাসা প্রিন্সিপাল আব্দুল মতিন আর নেই শনিবার দিনব্যাপী কুমিল্লায় সাড়ে ৯ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল মুরাদনগরে শিশু সুরক্ষায় এতিমখানার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মহাসড়কের চৌদ্দগ্রামে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি : আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেফতার ডিবি পুলিশের অভিযানে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার কুমিল্লার মুরাদনগরে দুর্যোগ প্রস্তুতির মহড়া অনুষ্ঠিত কুমিল্লা ইপিজেড : সাত মাসেই রেকর্ড বিনিয়োগ ও রফতানিতে কুমিল্লায় র‍্যাব পরিচয়ে প্রবাসীর থেকে চাঁদা নিতে এসে দুইজন আটক যুব মহিলালীগের সদস্য দেবিদ্বারের তানিয়া গ্রেফতার মুরাদনগরের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আলী গ্রেফতার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মসজিদের অব্যাহতিপ্রাপ্ত ইমামের অনুসারীদের কান্ড!  মুদ্রাস্ফীতির তারতম্যের আলোকে দেনমোহর নির্ধারণের যুগান্তকারী রায় মুরাদনগরে অটোরিকশা উল্টে বৃদ্ধার মৃত্যু মুরাদনগরে ইউএনও’র নেতৃত্বে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান এনসিপির কমিটিতে কুমিল্লার আট তরুণ নেতা অনিয়মের অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কুমিল্লায় ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নেমে যাচ্ছে মহাসড়কে সেনাবাহিনী-হাইওয়ে পুলিশের যৌথ অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা আদায়  দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সত্যিকারের জ্ঞানার্জনই মেধা ও মননে পরিপূর্ণতা আনে : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৩৭২ দেখা হয়েছে

দুই বছর আগে এক আনন্দঘন পরিবেশে ক্যাম্পাসে পা রেখেছিল এইচএসসি প্রথমবর্ষে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীরা। নবীন হিসেবে তাদেরকে প্রাণঢালা শুভেচ্ছায় বরণও করা হয়েছিল। নবীনের রথে আরোহন করা এই শিক্ষার্থীরাই নিয়মের আর্বতে এইচএসসির ফাইনালের পরীক্ষার্থী হিসেবে দ্বিতীয় বর্ষের বিদায়ের সাথী হয়েছে। এ বাস্তবতাকে ঘিরেই কুমিল্লা নগরীর কেটিসিসিএ প্রাঙ্গণের মনোরম পরিবেশে অবস্থিত কুমিল্লা মহানগর কলেজ হতে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের আলোচনা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানানো হয়। কলেজ কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

রবিবার (১৩ আগষ্ট) সকালে কলেজ অডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের। তিনি বলেন, সত্যিকার জ্ঞানার্জন ছাড়া স্বপ্নপূরণ সম্ভব নয়। সত্যিকারের জ্ঞানার্জনই মেধা ও মননে পরিপূর্ণতা আনে। যারা মনোযোগ সহকারে পড়া লেখা করেছে এবং পরীক্ষার প্রস্তুতি বেশ ভালোভাবে রেখেছে তারা পরীক্ষার ফলাফলে সেই জ্ঞানার্জনের প্রমাণ করতে পারবে। আজকের বিদায়ী শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো করার মধ্যদিয়ে আগামীদিনে শিক্ষিত নাগরিক হয়ে দেশের কল্যাণে কাজ করবে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর জামাল নাছের কুমিল্লা মহানগর কলেজের প্রাকৃতিক শোভামন্ডিত ক্যাম্পাসের প্রশংসা করেন।

 

কুমিল্লা মহানগর কলেজের চেয়ারম্যান অধ্যক্ষ জিয়া মো. সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জহিরুল ইসলাম পাটোয়ারি বিদায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে। তবেই সফল হবে। সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে পড়ালেখায় নিজেদের মেধার বিকাশ ঘটিয়ে ভবিষ্যতে এ মেধাকেই মানব সভ্যতার কল্যাণে কাজে লাগাতে হবে।

 

কলেজের পরিচালক হাসান মারশেদ ও প্রভাষক মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ ফরিদ ফাত্তাহ, কুমিল্লা কেটিসিসিএ লিমিটেডের ভাইস চেয়ারম্যান জুনায়েদ শিকদার তপু, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক তাসলিমা জুনায়েদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাখরাবাদ সিবিএ সভাপতি আবুল খায়ের, রাজ্জাক হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দা মাহমুদা সুলতানা, ড. আখতার হামিদ খান ভোকেশনাল ইন্সিটিটিউটের সুপার মোজাম্মেল হক প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের প্রভাষক আজহারুল ইসলাম। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন সুবর্ণা আক্তার, আমিন তালুকদার। নাতেরাসুল পরিবেশন করেন আকিবুল ইসলাম।

 


অনুষ্ঠানের দোয়া পরিচালনা পর্বে শিক্ষার্থীদের সাফল্য এবং জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত করেন কেটিসিসিএ জামে মসজিদের ইমাম মাওলানা আবুল বারাকাত।

Last Updated on August 14, 2023 12:02 am by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102