এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান রাফি রাজু সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শনিবার (৩০ মার্চ) বিকেলে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে উপজেলা চেয়ারম্যান টুটুল বলেন, আমাদের সকল কর্মকাণ্ডের মুল শক্তি প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি। নেতার নিদের্শনা মেনে আমরা সদর উপজেলার গ্রামে গ্রামে ঘুরে উন্নয়নে কাজ করে যাচ্ছি। ব্যাপক উন্নয়নের কারণে আজ কুমিল্লা সদর একটি আলোকিত জনপদে পরিনত হয়েছে। আগামী দিনগুলোতে আপনাদের পাশে থেকে, সাথে থেকে জনকল্যাণে কাজ করতে চাই।কয়েকদিনের মধ্যে উপজেলা পরিষদের তফসিল ঘোষণা হবে। প্রিয় নেতা হাজী বাহার এমপি আমাকে সমর্থন দিলে অতীতের মতো আপনাদের সুখে দুঃখে পাশে থেকে কাজ করব ইনশাআল্লাহ।
শনিবার বিকেলে প্রথমে এডভোকেট আমিনুল ইসলাম টুটুল চান্দপুর আল আমিন সড়ক থেকে রফিক মিয়ার বাড়ি পর্যন্ত সড়ক ও ড্রেন উন্নয়ন কাজের উদ্বোধন করেন। পরে তিনি বাড়াইপুর আর্মি সাদেকের বাড়ি হতে আবুল খায়েরের বাড়ি পর্যন্ত ঢালাই সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
এছাড়া রাচিয়া বাগবের মাদ্রাসা ও রাঙ্গুনী পাকা রাস্তার মোড় হতে কাশেম মিয়ার বাড়ি পর্যন্ত একটি নানন্দিক সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান হিরন, ইউপি মেম্বার কাজী তানভীর আহমেদ রাহুল, সফিউল বাসার, কাবিলুর রহমান, ওয়াদুদ আহমেদ, সামছুল হক, হারুনুর রশিদ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে অ্যাডভোকেট টুটুল মুন্সীর বাজার এলাকায় দলীয় নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের সাথে ইফতারে অংশ নেন।
Last Updated on March 30, 2024 9:57 pm by প্রতি সময়