কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা থেকে ১২ কেজি গাঁজাসহ মোঃ তাজুল ইসলাম ওরফে ফাহিম (১৯) নামের এক যুবককে আটক করেছে র্যাব-১১।
আটক হওয়া যুবক সদর দক্ষিণ উপজেলার উলুরচর গ্রামের মোঃ ওমর ফারুকের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১১ জুন) বিকালে উপজেলার কমলাপুর এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
আটক হওয়া যুবক সদর দক্ষিণ উপজেলার উলুরচর গ্রামের মোঃ ওমর ফারুকের ছেলে।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Last Updated on June 12, 2023 8:13 pm by প্রতি সময়