কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ধনপুর এলাকা হতে ৯৮ বোতল ফেন্সিডিল ও ৪১ বোতল বিদেশী মদসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর একটি টিম।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বুধবার (২৬ জুলাই) সকালে সদর দক্ষিণের ধনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনপুর গ্রামের এরশাদ মিয়ার ছেলে রিপন মিয়া (৩৭), একই উপজেলার জয়নগর গ্রামের আবুল কাশেমের ছেলে শাকিল (২৪) এবং একই উপজেলার মথুরাপুর গ্রামের রুক্কু মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২৬) ও একই গ্রামের মৃত. আলী আকবরের ছেলে নজরুল ইসলাম (৩৫) এবং
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
Last Updated on July 26, 2023 8:43 pm by প্রতি সময়