ক্লাবের সুনাম ও মর্যাদা রক্ষা এবং পেশাগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে কুমিল্লা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
নির্বাহী পরিষদের নির্বাচনের এক বছর পর সদস্যদের প্রাণবন্ত উপস্থিতিতে শনিবার সকাল ১১টায় ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাব সভাপতি মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে এজিএম কার্যক্রমের উদ্বোধন করেন ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আবুল হাসানাত বাবুল। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি মো. রফিকুল ইসলাম।
সভায় কুমিল্লা প্রেসক্লাবের প্রয়াত সদস্য ও জেলার প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রস্তাব পাঠ করেন ক্লাবের নির্বাহী সদস্য ওমর ফারুকী তাপস।
সভায় ক্লাবের বার্ষিক প্রতিবেদন ও কোষাধ্যক্ষের পক্ষে আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ। পরে সাধারণ সম্পাদকের উপস্থাপিত প্রতিবেদন নিয়ে সাধারণ সদস্যরা মতামত তুলে ধরেন।
সভাপতি মো. লুৎফুর রহমান তার বক্তব্যে ক্লাবের বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।
সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে কুমিল্লা প্রেসক্লাবের সংশোধিত গঠনতন্ত্র ও সদস্য কল্যাণ তহবিল বিধিমালা অনুমোদন দেওয়া হয়।
সভায় ক্লাব সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন খায়রুল আহসান মানিক, অশোক কুমার বড়ুয়া, মো. সহীদ উল্লাহ, গোলাম কিবরিয়া, সাদিক হোসেন মামুন, এম ফিরোজ মিয়া, জাহিদ হাসান, এনামুল হক ফারুক, মনির হোসাইন, দেলোয়ার হোসেন জাকির, জহির শান্ত প্রমুখ।
Last Updated on September 30, 2023 9:54 pm by প্রতি সময়