দীর্ঘদিন ধরেই তিনি সাধারণ রোগীদের চিকিৎসা সহ ব্যবস্থাপত্র দিয়ে আসছেন। নিজের একটি ফার্মেসি পরিচালনা করতে গিয়ে হয়ে ওঠেন চিকিৎসক। কোথাও না কোথাও থেকে এলোপ্যাথিক চিকিৎসার ধরণ শিখে নিয়ে সনদ ছাড়াই চিকিৎসা দিয়ে আসছেন রোগীদের। অবশেষে ভ্রাম্যমান আদালতের অভিযানে কথিত চিকিৎসক খেসারত গুনলেন।
ঘটনাটি ঘটেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিন চান্দলা বাজারে ফেমাস ড্রাগ হাউজ নামের একটি ফার্মেসিতে। ভ্রাম্যমান আদালতের বিচারে আর্থিক দণ্ডপ্রাপ্ত ওই কথিত চিকিৎসকের নাম আবু নাসের।
সোমবার (৩১ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা চান্দলা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি জানতে পারেন বাজারের ফেমাস ড্রাগ হাউসের মালিক আবু নাসের চিকিৎসক না হয়েও সাধারণ রোগীদের চিকিৎসা, ব্যবস্থাপত্র দিয়ে থাকেন। ওই ফার্মেসিতে অভিযান চলাকালে আবু নাসেরকে কাছে চিকিৎসক সনদ দেখাতে বললে তিনি তা দেখাতে পারেননি। পরে তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভবিষ্যতের জন্য তাকে সতর্কবার্তা দেওয়া হয়।
এদিকে একইদিন লাইসেন্স ছাড়া ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করায় এক ডায়াগনস্টিক মালিককে ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু হাসনাত মো: মহিউদ্দীন মুবিন ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
Last Updated on August 1, 2023 12:24 am by প্রতি সময়