সন্তানদের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে পিতার মৃত্যুর ঘটনা নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের রায়পুর গোবিন্দপুর গ্রামের বাবুল মিয়া (৫৮) সোমবার (১১জানুয়ারি) বিয়ের ছয় মাস পর নিজ বাড়িতে দ্বিতীয় স্ত্রী নিয়ে আসার ঘটনাকে কেন্দ্র করে সন্তানদের সাথে ঝগড়ায় লিপ্ত হওয়ার এক পর্যায়ে মারা যান।এঘটনার পর নিহত বাবুল মিয়ার তিন সন্তান লাপাত্তা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাবুল মিয়ার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর কুমিল্লা জেলা সদরে দ্বিতীয় বিয়ে করেন তিনি। আগের সংসারের ছেলেরা তাদের পিতার দ্বিতীয় বিয়ে মেনে না নেওয়ায় বিয়ের ছয় মাসেও দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে আনতে পারেননি বাবুল মিয়া।
গত সোমবার দুপুরে দ্বিতীয় স্ত্রী বাড়িতে আসেন। ছেলেদের বাধার মুখে ওই দিন সন্ধ্যায় দ্বিতীয় স্ত্রী চলে যান। এরপর বাবুল মিয়ার সঙ্গে ছেলে সাদ্দাম হোসেন, সোহাগ ও সুমনের ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে বাবুল মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে বাবুল মিয়ার মৃত্যু সংবাদ জানার পর তার তিন সন্তান বাড়ি ছেড়ে পালিয়েছে।
দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে সোমবার রাতেই লাশ উদ্ধার করেছে। আজ (মঙ্গলবার) সকালে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্টে নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
Last Updated on January 12, 2021 7:39 pm by প্রতি সময়