কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার (ইউপি সদস্য) খলিলুর রহমান সন্ত্রাসী হামলায় আহত হওয়ার দশ দিন পর হাসপাতালে মারা গেছেন। রবিবার (১৬ মে) রাতে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
পুলিশ জানায়, কুমিল্লার ব্রাক্ষণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজারে দোকানের ভাড়া ও বিদ্যুৎ বিল আদায়কে কেন্দ্র করে সংঘবদ্ধ হয়ে ভাড়াটিয়ারা গত ৬ মে রাতে ইউপি সদস্য খলিলুর রহমানকে (খলিল খান) কুপিয়ে আহত করে।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৬ মে) রাতে তিনি মৃত্যুবরণ করেন।
সোমবার (১৭ মে) সন্ধ্যায় ব্রাক্ষণপাড়া থানার ওসি জানান, এ ঘটনায় নিহতের ভাই জলিল খান বাদী হয়ে ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার আসামীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।
Last Updated on May 17, 2021 10:59 pm by প্রতি সময়