শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার সাত ইউএনও-ওসির রদবদল জীবনের প্রতিটি ক্ষেত্রেই তথ্যের আবশ্যকতা রয়েছে : বাউবি কুমিল্লা অঞ্চলের পরিচালক হিমেল-তৌসিফের নেতৃত্বে কুবি আইটি সোসাইটি কুমিল্লা এলজিইডিতে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত আজ ঐতিহাসিক ৮ ডিসেম্বর, কুমিল্লা মুক্ত দিবস পেশাগত স্বচ্ছতাই পারে সমাজে সত্য ও সুন্দর প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে : কুমিল্লা প্রেসক্লাব সভাপতি কুমিল্লা শিক্ষা বোর্ডে মহান বিজয়ের মাস জুড়ে কর্মসূচির উদ্বোধন কুমিল্লা নগরীর উনাইসারে বাসে আগুন দেবিদ্বার আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে হুমকি : স্বেচ্ছাসেবকলীগ নেতাকে নির্বাচনি অনুসন্ধান কমিটির নোটিশ ব্রাহ্মণপাড়ায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণীর ছাত্রী কুবিতে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফিন্যান্স ও বাংলা বিভাগ দলবদল ডিগবাজি নয়, সাংবিধানিক অধিকার : ব্যারিস্টার শাহজাহান ওমর মুরাদনগরে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে সেবা প্রত্যাশি ও গ্রাহকদের নানা অভিযোগ কুমিল্লার ১১টি আসনে নির্বাচনি নির্বাচনপূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অনুসন্ধান কমিটি জীবনধারার পরিবর্তনই নিজের ও পরিবারের সবার হার্টকে সুস্থ রাখবে : ডা. তৃপ্তীশ কুমিল্লার ১১টি আসনে ৫৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা কুমিল্লার ৫টি সংসদীয় আসনে ২৯ জনের মনোনয়ন বৈধ, বাতিল ও স্থগিতের তালিকায় হেভিওয়েট ৯ স্বতন্ত্র প্রার্থী দাউদকান্দি-তিতাস এলাকায় মেরিন ফিশারী একাডেমি প্রতিষ্ঠা করা হবে : ইঞ্জিনিয়ার সবুর ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ

সন্দেহ বাতিক ডেকে আনে মানসিক অশান্তি ও অতৃপ্তি -পড়ুন স্বাস্থ্য পাতায়

স্বাস্থ্য ডেস্ক
  • আপডেট টাইম সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ২৮১ দেখা হয়েছে

কোনও কারণে সন্দেহ হতেই পারে। কিন্তু এই সন্দেহ বাতিকগ্রস্ত ব্যক্তিরা রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মানুষকেও সন্দেহ করতে থাকেন। তারা ভাবতে থাকেন সবাই তাকে নিয়ে মজা করছে, সমালোচনা করছে কিংবা বিশেষ দৃষ্টিতে তাকিয়ে আছেন। অনকারণ হোক আর কারণেই হোক সন্দেহ একটি কঠিন রোগ।বর্তমানে গোটা বিশ্বে শুধু এজাতীয় মানুষের সংখ্যা (যাদেরকে সন্দেহ বাতিকগ্রস্ত রোগীও বলা যেতে পারে) ২ কোটির বেশি। সাধারণ মানুষের গড় আয়ুর তুলনায় এধরণের মানুষের  আয়ু প্রায় ১৫-২০ বছর কমে যায়। যারা সন্দেহের বৃত্তে ঘুরপাক খায় তাদের মনরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত।এনিয়ে ‘প্রতিসময়’এর সোমবার ও বুধবারের স্বাস্থ্য বিষয়ক আয়োজনে আজকের বিষয়-

সন্দেহ বাতিক ডেকে আনে মানসিক অশান্তি অতৃপ্তি

সন্দেহ বাতিকগ্রস্ত মানুষ নিজের ছায়াকেও বিশ্বাস করতে পারেন না। সকলকেই সন্দেহের চোখে দেখেন। আবার কাউকেই বিশ্বাস করতে পারেন না।এধরণের অহেতুক সন্দেহ করা মানুষজনের আয়ু কম হয়। প্রায় ২৫ হাজার মানুষের ওপর গবেষণা চালিয়ে তথ্য সংবলিত রিপোর্ট প্রকাশ করেছেন সুইডেনের স্টকহম ইউনিভার্সিটির একদল অধ্যাপক। গবেষণায় আবার পরামর্শ দিয়ে বলা হয়েছে মানুষ যেন অহেতুক সন্দেহপ্রবণ না হন। অকারণ সন্দেহ বাতিক মানসিক অশান্তি ও অতৃপ্তি ডেকে আনে।

যাদের ওপর এই গবেষণা চালানো হয়েছে,তাদের মধ্যে এক-তৃতীয়াংশ মানুষকে পাওয়া গিয়েছে, যারা ৩৭ শতাংশ অন্যকে বিশ্বাস করে।গবেষণায় আরও জানা গিয়েছে, জীবদ্দশায় যারা পজিটিভ বা ইতিবাচক ভাবনাচিন্তা করতেন, তাঁদের মধ্যে এ ধরনের সন্দেহ বাতিক খুবই কম। তাই এ ধরনের মানুষদের আয়ুও বেশি। অর্থাৎ যাঁরা খুব বেশি সন্দেহবাতিক প্রকৃতির নন, স্বভাবতই অন্যকে বিশ্বাস করেন, তাঁরা অনেক দিন বাঁচেন। পাশাপাশি গবেষক দলটি এও বলেছেন, যাঁরা অন্যের ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখেন, তাঁদেরও আয়ু তুলনমূলক বেশি হয়। অর্থাৎ যাঁদের জীবনবোধ বা জীবনদর্শন খুব সহজ-সরল হয়,তাঁদের মন-মানসিকতাও ভাল হয়। স্বভাবতই তাঁরা অল্পেই সুখি ও তৃপ্ত হন।

এই গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে, মানুষ যেন সরলমনা হন। অহেতুক সন্দেহপ্রবণ যেন না হন। অকারণ সন্দেহ বাতিক মানসিক অশান্তি ও অতৃপ্তি ডেকে আনে। তবে সবসময় সবাইকে সরল মনে বিশ্বাস করাটাও সমীচিন নয়। দীর্ঘদিনের সম্পর্কের মধ্য দিয়ে মানুষের নৈতিক ও চারিত্রিক গুণাবলী সম্পর্কে ওয়াকিবহাল হয়ে তবে বিশ্বাস করাটা যুক্তিযুক্ত। কোনও ব্যক্তি সম্পর্কে বিশদে না জেনে বিশ্বাস করা উচিত নয়। অনেক সময় এই ভুলের জন্য বড় মাশুল দিতে হয়। কারণ বিশ্বাস করলে সেই সুযোগে বিশ্বাসঘাতকতা হতে পারে। এ ব্যাপারে সাবধানী পদক্ষেপ করাই শ্রেয়।

তথ্য ও ছবিসূত্র: পুবের কলম

Last Updated on August 3, 2020 4:07 am by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102