কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা পর্ষদের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের এমপি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহারের কাছে নাভানা গ্রুপের চেয়ারম্যান শফিউল ইসলাম কামালের পক্ষ থেকে দু’টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) কুমিল্লা নগরীর মুন্সেফবাড়ি এলাকায় এমপি হাজী বাহারের কার্যালয়ে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর করা হয়।
‘মানবিকতায় একসাথে আমরা’ এ স্লোগান ধারণ করে করোনা আক্রান্ত মুমর্ষ রোগীদের উন্নত চিকিৎসায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটের আইসিইউর জন্য দু’টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদান করে নাভানা গ্রুপ।
এমপি হাজী বাহারের কাছে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর করেন নাভানা গ্রুপের জনসংযোগ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আফজল ইবনে নাজিম। এসময় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় এমপি বাহার বলেন, এভাবে সকলের পক্ষ থেকে সহযোগিতা করা হলে করোনা চিকিৎসায় আমাদের তেমন বেগ পেতে হবে না। কুমিল্লার মানুষের পাশে দাঁড়ানোর জন নাভানা গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া ইস্পাহানীসহ আরও যারা এই দুর্যোগ সময়ে পাশে দাঁড়িয়েছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলের সম্মিলিত প্রয়াসে করোনা মহামারী আমরা মোকাবেলা করতে পারব।
নাভানা গ্রুপের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আরফাদুর রহমান বান্টি বলেন, নাভানা পরিবার সবসময় সবার সাথে থাকার আপ্রাণ চেষ্টা করে। চিকিৎসা সেবা সহজতর নিশ্চিত করার জন্য এটি ক্ষুদ্র প্রয়াস। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদানের সুযোগ দেয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
Last Updated on July 28, 2020 6:45 pm by প্রতি সময়