বিশ্বসেরা বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল করোনাভাইরাস প্রতিরোধে ভারত থেকে আসা ভ্যাকসিন সবার আগে নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে অনলাইনে অনুষ্ঠিত অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ আগ্রহ প্রকাশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ওই সভায় তিনি সভাপতিত্ব করেন ।
করোনার ভ্যাকসিন নেবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমি নেব, অবশ্যই নেব। আমি সবার আগেই নেব। আমার তো ভ্যাকসিন দরকার, আমার বয়স হয়েছে, আমার লাগবে।’
সরকার যে ভ্যাকসিন আনছে সেটাই নেবেন কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সরকার যেটা আনছে সেটাই নেব। যেখান থেকে আগে আসে। সব তো একই ভ্যাকসিন। একই কোম্পানির ভ্যাকসিন। ম্যানুফ্যাকচারার যদি বলে একই ভ্যাকসিন তাহলে একই ভ্যাকসিন। এ পর্যন্ত আমরা দ্বিতীয় সোর্স থেকে ভ্যাকসিন আনছি বলে তথ্য পাইনি।’
উল্লেখ্য, গতবছর (২০২০সালে) যুক্তরাজ্যভিত্তিক অর্থনীতি বিষয়ক পত্রিকা ‘দ্য ব্যাংকার’ কুমিল্লার সন্তান আ.হ.ম মুস্তফা কামাল ওরফে লোটাস কামালকে বিশ্বের সেরা অর্থমন্ত্রী নির্বাচিত করে। বাংলাদেশের কোন অর্থমন্ত্রী প্রথমবারের মতো ফিন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হন।
Last Updated on January 21, 2021 6:17 pm by প্রতি সময়