
কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক কুমিল্লা কণ্ঠের সম্পাদক ও দৈনিক সমকালের প্রতিনিধি মো. কামাল উদ্দিনের সহধর্মিনী বিশিষ্ট শিক্ষক নাছরিন আক্তার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ভোর ৫টার দিকে রাজধানী ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্বামী, এক পুত্র, এক কন্যা সহ অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।
নাছরিন আক্তার দেবিদ্বার উপজেলার বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। গত ২৩ অক্টোবর তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। পরে দেবীদ্বার ও কুমিল্লায় প্রাথমিক চিকিৎসা শেষে ওই দিন বিকেলে তাকে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। সোমবার থেকে অক্সিজেন সংকট ও ফুসফুসে সংক্রমণ দেখা দেওয়ায় আইসিইউতে লাইফসাপোর্টে নেওয়া হয়। মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস সাথে ত্যাগ করেন।
মঙ্গলবার দুপুর ১১ টায় কুমিল্লা নগরীর ইনসাফ হাউজিং মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা, তার প্রিয় কর্মস্থল বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় এবং উপজেলার জগন্নাথপুর গ্রামে বাদ আছর তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে কুমিল্লা-৬ আসনের এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের এমপি মুজিবুল হক মুজিব, কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুল, সংরক্ষিত নারী আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা ও কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ইত্তেফাক কুমিল্লা প্রতিনিধি মো. লুৎফুর রহমান সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।