বর্নাঢ্য আয়োজনে কুমিল্লায় দৈনিক সমকালের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ‘অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস’- এ স্লোগান নিয়ে দেড় যুগ অতিক্রম করে ১৯ বছরে পা রেখেছে দেশের প্রথম সারির সংবাদপত্র দৈনিক সমকাল। পত্রিকাটি প্রতিষ্ঠালগ্ন থেকে আজো দেশ ও জনগণের কল্যাণে নানা প্রতিকুলতার মধ্যদিয়েও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে।
শনিবার সকাল ১১টায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সমকালের ভূমিকার কথা এভাবে তুলে ধরেন বক্তারা।
এছাড়াও আলোচনা সভায় দৈনিক সমকালের প্রতিষ্ঠাতা সম্পাদক দেশবরেণ্য সাংবাদিক প্রয়াত গোলাম সারোয়ার এবং সন্ত্রাসীদের হাতে নিহত সমকালের সাংবাদিক গৌতম দাস ও আবদুল হাকিম শিমুলকে স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেসক্লাব সভাপতি মো. লুৎফুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সমকালের কুমিল্লা জেলা প্রতিনিধি মো. কামাল উদ্দিন।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মংনেথোয়াই মারমা, জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ইমদাদুল হক তালুকদার, ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাফিজ, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন।
সাংবাদিক ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, সাংবাদিক সাদিক হোসেন মামুন প্রমুখ।
অনুষ্ঠানে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এসময় অতিথিরা কেক কেটে সমকালের জন্মদিন পালন করেন। পরে প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের করা হয়।
Last Updated on October 7, 2023 9:32 pm by প্রতি সময়