অনলাইন নিউজপোর্টাল ‘প্রতিসময়’ এর সকল পাঠক, শুভান্যুধায়ি এবং ‘প্রতিসময়’ পরিবারের সাথে সম্পৃক্ত সকল প্রতিনিধি, লেখক, কবি, সাহিত্যিক, ফেসবুক বন্ধুমহল ও নাগরিক আইটি কর্তৃপক্ষকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সম্পাদক শাহজাহান চৌধরী এবং প্রকাশক ও প্রধান সম্পাদক সাদিক হোসেন মামুন।
শুক্রবার রাতে ঈদ শুভেচ্ছা বিবৃতিতে তারা জানান, পবিত্র ঈদুল আজহার ত্যাগ ও কোরবানির শিক্ষায় উজ্জীবিত হয়ে সমাজে অনৈক্য ভুলে গিয়ে পারষ্পারিক আস্থা ও সম্প্রীতি বন্ধন আরো সুদৃঢ় হয়ে উঠুক।
করোনাভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে শাহজাহান চৌধুরী ও সাদিক হোসেন মামুন বলেন, আপনি ও আপনার পরিবার পরিজন করোনা মহামারিতে নিজে সচেতন থাকুন, প্রতিবেশিকে সচেতন করুন। আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন। করোনা জয় করে দেশের প্রতিটি জনপদের মানুষ ভালো থাকুক, সুরক্ষিত থাকুক, শান্তিতে থাকুক। ঈদ মোবারক।
Last Updated on July 31, 2020 2:58 pm by প্রতি সময়