-লিগ্যাল এইড মেলা উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ" />
বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে শুরু হয়েছে তিনদিন ব্যাপী লিগ্যাল এইড মেলা।
বুধবার (২৬ এপ্রিল) সকালে কুমিল্লার আদালত প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন।
এসময় সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন বলেন, সরকারি খরচে আইনি সেবা প্রাপ্তির বিষয়টি ইতোমধ্যে সমাজের সুবিধাবঞ্চিত, অসচ্ছল, দরিদ্রবিচারপ্রার্থী জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তিনদিন ব্যাপী লিগ্যাল এইড মেলা সরকারি আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার বিভিন্ন ট্রাইব্যুনালে কর্মরত জেলা জজ পদমর্যাদার বিচারক, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানা ও বিভিন্ন পর্যায়ের বিচারক এবং কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি আহসান উল্লাহ খন্দকার ও সেক্রেটারী মো: আবু তাহের, জেলা লিগ্যাল এইড অফিসার এফ এম শেফায়েত ছালাম, জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আকতার, কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আসফাকুজ্জামান, এডিএম মোসারেফ হোসেনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও আদালতের আইনজীবীগণ।
মেলায় জেলা লিগ্যাল এইড অফিস, লিগ্যাল এইড প্যানেল আইনজীবী, ব্লাষ্ট, পুলিশ প্রশাসন, কুমিল্লা সিভিল সার্জন অফিস, কেন্দ্রীয় কারাগার, এইড কুমিল্লা, ইয়াং উইমেন্স ক্রিস্টিয়ান অ্যাসোসিয়েশনসহ মোট আটটি প্রতিষ্ঠানে অংশ নেয়।
উল্লেখ্য, সরকারি খরচে অসহায় দরিদ্রদের আইনগত সহায়তা প্রদানের মহতী প্রয়াসকে সর্বোচ্চ প্রচারণার মাধ্যমে এটির সুফল তৃণমূল পর্যায়ে বিচার বঞ্চতি অসহায় ও দরিদ্র জনগণকে জানানোর এবং সাধারণ মানুষের কাছে সরকারি আইনি সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে প্রতিবছর ২৮ এপ্রিল দেশব্যাপী অনুষ্ঠিত জাতীয় আইনগত সহায়তা দিবসের গুরুত্বকে তুলে ধরতে এ মেলার আয়োজন করা হয়।
Last Updated on April 26, 2023 8:10 pm by প্রতি সময়