কুমিল্লা-৩ মুরাদনগর আসনের এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন বলেছেন, সরকরি চাকরি বা অন্য যে পেশায় আমরা নিয়োজিত রয়েছি একদিন বয়সের ভারে আমাকে আপনাকে অবসরে যেতে হবে। কিন্তু এই যে দায়িত্ব পালন করেছি, এটা যদি মানুষের কল্যানে হয়ে থাকে, যদি দেশপ্রেমের গন্ধ থাকে তবে আপনার আমার সেই কাজগুলোই এই সমাজ সংসারে স্মরণীয় হয়ে থাকবে। সরকারের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে মাঠ প্রশাসন অগ্রণী ভূমিকা রাখছে। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে আমার সু-সম্পর্ক রয়েছে। মুরাদনগর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হুদা আজকে বদলীজনিত বিদায় নিচ্ছেন কমিল্লার বৃহত্তর এই উপজেলা থেকে। মাঠ প্রশাসনে তাঁর দক্ষতা ছিল প্রশংসনীয়। তিনি এখানকার মানুষের জন্য কাজ করেছেন। দায়িত্বে কখনো অবহেলা করেননি।
কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হুদার বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন।
সোমবার (৪সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার কাজী নজরুল মিলনায়তনে এ বিদায় সংবধর্না অনুষ্ঠানের আয়োজন করে মুরাদনগর উপজেলা প্রশাসন।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দীন ভূঞা জনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হুদা তার বক্তব্যে মুরাদনগরে কর্মকালীন সময়ের স্মৃতি তুলে ধরে স্থানীয় সংসদ সদস্য থেকে শুরু করে জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা সর্বোপরি এলাকার সর্বস্তরের মানুষের সর্বাত্মক সহযোগিতার কথা উল্লেখ করেন।
বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন ও দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শারমীন ফাতেমার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারি ইবনে জলিল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদ, উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এনামুল হক, কোড়েরপাড় ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক গাজী উল হক চৌধুরী, মুরাদনগর সহকারি কমিশনার অফিসের কাননগো মোঃ সেলিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী আবুল খায়ের, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ প্রমুখ।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম